নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রত্যেক বার প্লে অফ তিনটে আইপিএল ট্রফি কিন্তু ২০২০ আইপিএলে ছন্দপতন। প্লে অফ না খেলে আইপিএল প্রথমবার শেষ করলেও পরের মরসুমের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট।
জানা গিয়েছে খারাপ পারফরমেন্স করার জন্য বাদ পড়তে পারে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়। টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না এবং হরভজন সিং, যাদের দল আর ফেরাবে না।
আরও পড়ুনঃ শাহরুখকে শুভেচ্ছা নাইটদের
উল্টে হতাশাজনক পারফরমেন্স করার জন্য শেন ওয়াটসন, পীযূ্ষ চাওলা, কেদার যাদবকে বাদ দেওয়ার ব্লু প্রিন্ট প্রায় তৈরি। এছাড়াও আরও বেশ কয়েকজন বাদ যেতে পারেন।
পাঞ্জাব ম্যাচের পরই নিজের অবসরের জল্পনা উড়িয়ে দেন ধোনি। পাশাপাশি বলেন, পরের সিজনে অবশ্যই দলের কোর গ্রুপে কিছু পরিবর্তন করা হবে। ধোনি কিছু ইঙ্গিত পূর্ণ কথা বললেন।
আরও পড়ুনঃ রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা নাইটদের
তিনি জানান, ‘আশা করছি আর লকডাউন হবে না। তাই বিসিসিআই নিলাম নিয়ে কি করবে সেটা পরের আইপিএলে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার মনে হয়ে কোর গ্রুপে আগামী দশ বছরের লক্ষ নিয়ে একটা বদল আনা দরকার। আমরা প্রথম আইপিএল নিলাম থেকে একটা লক্ষ নিয়েছিলাম সেটা এতদিন ফল দেয়। এবার নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584