নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক নজরে আলিপুরদুয়ারের বিভিন্ন কালীপুজো-
- আলিপুরদুয়ার জংশন এর সবুজ সংঘের পূজা এবার ৪০ তম বর্ষে। এবারের থিম কাল্পনিক মন্দির। প্লাস্টিক এবং থার্মোকলবিহীন এই পুজো মন্ডপটি তৈরি হয়েছে গামছা এবং পিতলের বাসন দিয়ে। এখানে দুটি পুজো এক সাথে সম্পন্ন হয়। চতুর্দশী তিথিতে এখানে দশ হাত, দশ মাথা বিশিষ্ট মহাকালীর পুজো করা হয়। অমাবস্যা তিথিতে হয় শ্যামা মায়ের পুজো।
- কুয়ার পাড় ইউনিটের এবারের পুজো ৪০ তম বর্ষে। থিম ডিজনিল্যান্ডের প্রাসাদ। পাশাপাশি এই প্রাসাদেই থার্মোকলের সাহায্যে গড়ে তোলা হয়েছে ডিজনির সমস্ত কার্টুন চরিত্র।
- কালচারাল ইউনিট এর পুজো এবার অষ্টম বর্ষে। এবার এদের থিম পাল তোলা নৌকা। জলের মধ্যে ভাসমান এই নৌকাটি মূলত কাঠ এবং কাপড় দিয়ে তৈরি। একেবারে কৃত্রিম সমুদ্রে ভাসমান নৌকাতেই পুজিত হবেন শ্যামা মা।
- সাউথ বয়েস ক্লাবের এবারের পুজো ৩০তম বর্ষে। এদের থিম সহজ পাঠ বইয়ের গ্রাম বাংলা। যেখানে খড়, বাঁশ, এবং পাট দিয়ে সুন্দর এক গ্রাম বাংলার ছবি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান জলঙ্গীতে
- এছাড়াও রয়েছে সর্বজনীন কালীপূজা, সারদা সংঘ, আলিপুরদুয়ার জংশন কাঁঠাল তলা ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584