সংক্রমণ রুখতে বাসিন্দাদের আহার দিয়ে সহযোগিতা যুবকদের

0
61

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

এই বিপদে কেউ আর হাত গুটিয়ে বসে থাকতে না,কিন্তু চাইলেও উপায় নেই। ঘরবন্দি হয়ে যে থাকতেই হবে। কারন করোনার সাথে লড়তে গেলে, এটাই একমাত্র উপায়।

relief fund | newsfront.co
ত্রাণ বিলি। নিজস্ব চিত্র

এর মাঝেও যদি একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া যায়, তাহলে মন্দ হয় না। সেই কথা ভেবে নিজেদের সাধ্যমত চাল, ডাল, আলুর প্যাকেট দেওয়া হল পূর্ব বর্ধমানের মানকর গ্রামের বেশকিছু পরিবারকে।

distribution of potato and rice | newsfront.co
চাল,আলু বিলি। নিজস্ব চিত্র

কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এ সাহায্য নয়। কয়েকজন যুবকের উদ্যোগে এই কাজ সম্পূর্ণ হল। মানকরের বাসিন্দা বুদ্ধদেব মণ্ডল, দেবব্রত সর্দার, অয়ন কর্মকার প্রভৃতি কয়েকজন যুবক। তাদের ব্যক্তিগত উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ প্রায় ৫০ টি পরিবারের হাতে এই সামগ্রী তুলে দিল তাঁরা।

আরও পড়ুনঃ সংকটের দিনে শহরবাসীর পাশে দাঁড়ালেন, মিউনিসিপ্যালিটি ও স্বেচ্ছাসেবী সংস্থা ” প্রেরণা “

এ নিয়ে সুবীর সর্দার, খোকন সরকার প্রমুখ ব্যক্তিরা বলেন, “লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষের কথা ভেবে আমাদের এই ছোট উদ্যোগ। আগামী দিনেও এমন কর্মসূচি নেওয়া হবে বলে জানান তাঁরা। শুধু খাদ্য সামগ্রী বিলি নয়, একই সাথে সচেতনতা পাঠও দিলেন। মানুষদের অনুরোধ করেন বাড়িতে থাকার জন্য। বাইরে জমায়েত হলে সবারই ক্ষতি হবে বলে তাঁরা সচেতন করেন”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here