মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে নানারকম সামাজিক বার্তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। দীপাবলি উপলক্ষে বিজ্ঞাপনের মাধ্যমে এমনই এক বার্তা দিল অ্যামাজন। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ওই বিজ্ঞাপনের ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজেই গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে ৫০ কিলোমিটার দূরে এক ‘বিশেষ পরিবারকে’ দীপাবলির উপহার দিতে যাচ্ছেন এক মহিলা। ছেলের হাতে রয়েছে অ্যামাজন থেকে নেওয়া একটি গিফ্ট। কিন্তু গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছেন মা, তা কিছুতেই বুঝতে পারছিলেন না ছেলে। কৌতুহলে ভরে যাচ্ছিল তাঁর মন।
এ বিষয়ে মা-এর কাছে জানতে চাইলেও কিছুতেই তিনি মুখ খোলেননি। কিছুক্ষণ পর গন্তব্যে পৌঁছে যান তাঁরা। গাড়ি থেকে নেমে বাড়ির দরজার সামনে কলিং বেল বাজান মা। সেইসময় ছেলে আবার তাঁর কাছে ওই বাড়ির লোকেদের বিষয়ে জানতে চাইলে মহিলা জানান, চলতি বছরের এপ্রিলে যখন ছেলের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল, তখন ওই ‘বিশেষ পরিবারই’ বেডের বন্দোবস্ত করে দিয়েছিল। কার্যত ছেলের প্রাণ বাঁচিয়েছিল ওই পরিবার।
আরও পড়ুনঃ সামনেই বিধানসভা নির্বাচন, পাঞ্জাবে ইউনিট পিছু বিদ্যুতের মাশুল কমল তিন টাকা
অ্যামাজনের এই বিজ্ঞাপনের মাধ্যমে সম্মান জানিয়েছে সেইসব মানুষদের, যাঁরা করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালীন নিঃশব্দে অচেনা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অচেনাদের জন্য বেড, অক্সিজেনের বন্দোবস্ত করে দিয়েছিলেন যাঁরা। সেইসকল প্রচারের আলোয় না আসা মানুষগুলোকে দীপাবলিতে তাদের নতুন বিজ্ঞাপনের মাধ্যমে সম্মান জানিয়েছে অ্যামাজন। ইতিমধ্যে সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফেসবুকে এই বিজ্ঞাপনের ভিডিয়ো পছন্দ করেছেন ৫০০-রও বেশি মানুষ। ভিডিওটি দেখেছেন ১৪ লক্ষেরও বেশি মানুষ। নেটিজেনদের প্রশংসায় ভরছে বিজ্ঞাপনের কমেন্ট বক্স।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584