ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
“এমার্জেন্সি! হাসপাতাল এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সরঞ্জামের জন্য জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজনে স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি আছে।”এভাবেই স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি করতে চেয়ে কেউ একজন ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছেন। শুধুমাত্র তাই নয় বেঁধে দেওয়া হয়েছে দামও-৩০ হাজার কোটি টাকা।
Statue Of Unity For 'Sale': Prankster Allegedly Puts Up World's Largest Statue on OLX For Rs 30,000 Crore #StatueofUnity #Viral https://t.co/uDvLHWjrbi
— LatestLY (@latestly) April 4, 2020
মজার ছলে দেওয়া এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।যদিও ওএলএক্সের ওয়েবসাইট থেকে পরে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্মানার্থে ও স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০১৮ সালের নভেম্বর মাসে বিশ্বের সর্বোচ্চ এই স্ট্যাচুর উদ্বোধন হয়। খরচ হয় ২৯৮৯ কোটি টাকা। গুজরাটের নর্মদা নদীর তীরে এই মূর্তিটি বর্তমানে ট্যুরিস্টদের আকর্ষনের কেন্দ্রবিন্দু।(ফিচার ছবি: সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584