সুহৃদ সংঘের কালী পূজায় এবার সোমনাথ মন্দির

0
118

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

কালিয়াগঞ্জ শহরের কালী পুজার সুনাম দীর্ঘদিনের।শুধু তাই নয় কালিয়াগঞ্জ শহরের কালিপূজা বলতে সব কটি পূজাই রেল লাইনের দক্ষিণ এলাকায় বরাবর হয়ে আসছে।পাশাপাশি কয়েকটা কালীপূজার মধ্যেই চলে প্রতিযোগিতা।যার মধ্যে সুহৃদ সংঘ অন্যতম।জানা যায় সুহৃদ সংঘ এবার সাধারণ ভক্তদের মন জয় করতে গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণের কাজে হাত দিয়েছে।সোমনাথের মন্দির যে ভাবে তৈরী করেছে তাতে মনে হয় দীপাবলির রাতে হাজার হাজার মানুষ এই মন্দির দেখে আকৃষ্ট হবে।জানা যায় সুহৃদ সংঘের কালি পূজা এবার ৬৮ বছরে পা দিচ্ছে।মন্দির নির্মাণে সুদূর কাঁথি থেকে দক্ষ কারিগরেরা এসেছেন তাদের নিপুণ হাতের সূক্ষ্ম কাজ দেখিয়ে সুহৃদ সংঘের পূজাকে উত্তর দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ পূজা হিসাবে স্থান করে দেবার জন্যে।

নির্মিত হচ্ছে সোমনাথ মন্দিরের আদলে কালীপূজার মন্ডপ।নিজস্ব চিত্র

সুহৃদ সংঘের পূজা কমিটির অন্যতম কর্নধার সুদীপ ভট্টাচার্য্য বলেন তাদের পূজা কমিটি প্রতিবার কালিয়াগঞ্জের মানুষদের নতুনত্ব কিছু দিয়ে থাকে।এবারেও তার কোন খামতি নেই।আমরা যথাসাধ্য চেষ্টা করছি একটি ভালো মন্দির যাতে উপহার দিতে পারি।পুজার বাজেট সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন পূজায় মানুষের হৃদয় কতটা জয় করতে পারছি সেটা আগে।পূজায় পয়সা ছাড়া কিছু হয়না।তাই এটা বলতে পারি ভালো জিনিস উপহার দিতে গেলেতো ভালো পয়সা লাগবে।মানুষ প্রতিবারই চাঁদা দেয় এবারে দেবেও দিচ্ছে।সুদীপ ভট্টাচার্য্য বলেন সুহৃদ সংঘের সদস্যরা যেভাবে পরিশ্রম করে তাদের ক্লাবের পূজাকে প্রতিবারের মত এবারেও উৎসাহ নিয়ে কাজ করছে তার ফসল আমরা ঘরে তুলতে পার বলেই আমি বিশ্বাস করি।তিনি বলেন তাদের পুজার মায়ের মূর্তি গড়ছেন কালিয়াগঞ্জের মৃৎ শিল্পী।আলোক সজ্জায় থাকবে নতুনত্ব।

আরও পড়ুনঃ প্রাচীন রীতি মেনে প্রথাগত কালী পূজা অব্যাহত চ্যাটার্জী বাড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here