জোড়া ব্রোঞ্জ নিয়ে ফিরলো বালুরঘাটের সোমসিন্ধু

0
49

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

পঞ্চম ইন্টারন্যাশনাল ক্যারাটে চাম্পিয়ানসিপে দুটি ব্রোঞ্জ পদক পেয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করলো বালুরঘাট হাই স্কুলের ক্লাস সিক্সের ছাত্র সোমসিন্ধু দত্ত।

somsindhu win double bronze | newsfront.co
সোমসিন্ধু দত্ত।নিজস্ব চিত্র

জানা গেছে বিগত ২৬ থেকে ২৮ শে জুলাই অব্দি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল পঞ্চম ইন্টারন্যাশনাল ক্যারেটে চাম্পিয়ানসিপের আসর সেখানেই তাক লাগিয়ে বিলো ৪০ কেজি বিভাগে সোমসিন্ধু দুটি ব্রোঞ্জ পদক লাভ করে। ভারত,নেপাল,জাপান,কুয়েত,বাংলাদেশ, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রায় ৬ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল।

সেখানেই বাজিমাত করে বালুরঘাটের এই কৃতি ছাত্র।এর আগে গোয়াতেও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছে সোমসিন্ধু দত্ত।

somsindhu win double bronze | newsfront.co
নিজস্ব চিত্র

আগামী দিনে কমনওয়েলথ ও এশিয়ান গেমসে অংশ গ্রহণ করে দেশ তথা এই বাংলার মুখ উজ্জ্বল করতে চায় সোমসিন্ধু।তার প্রস্তুতির জন্য সে ইতিমধ্যেই দিন ৪-৫ ঘন্টা প্র্যাকটিস শুরু করে দিয়েছে বলেও জানা গেছে।

তার এই সাফল্যের পেছনে তার মা বাবা ছাড়াও তার ক্যারেটে প্রশিক্ষক শঙ্কর কুমার মন্ডল ও স্কুলের অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন সোমসিন্ধুর বাবা সোমনাথ দত্ত।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য মাদারিহাট ক্যারাটে অ্যাকাডেমির

নিজস্ব চিত্র

সোমসিন্ধুর সাফল্যের পেছনে তার বাবার অনেকটাই অবদান আছে বলে জানিয়েছেন সোমসিন্ধুর মা শিল্পী দত্ত।মুলতঃ তার বাবাই তাকে প্র্যাকটিসে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করানো সমস্তটা করেন বলে সোমসিন্ধুর মা জানান।

সোমসিন্ধুর অভিভাবকদের বক্তব্য তাঁরা চান সোমসিন্ধু যেন খেলার মাধ্যমে দেশ তথা জেলার মুখ উজ্জ্বল করে।আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়ে সোমসিন্ধু যেমন খুশি তেমনই খুশি তার অভিভাবকরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here