ভাস্কর ঘোষ, কান্দি, ২৫ অক্টোবর
মানসিক অবসাদের জেরে মানসিক ভারসাম্যহীন ছেলেকে বিষ খাইয়ে দিয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করলেন মা। বুধবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার দক্ষিণ গোপিনাথপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, মৃতার নাম সুচিত্রা মন্ডল। খড়গ্রাম থানার দক্ষিন গোপীনাথপুর গ্রামে তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ।
মানসিক অবসাদের জেরেই সে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সুচিত্রা দেবীর ছেলে দয়ালহরি মন্ডল (১২) আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভতি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , জন্ম থেকেই মা সুচিত্রা ও বিষ্ণু মন্ডলের ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। স্বামী- স্ত্রীর আর দুই ছেলের সংসার । বিষ্ণু ববাবু পরের জমিতে ভাগচাষ করে কোনোরকমে সংসার চালান।
একদিকে চড়ম আর্থিক অনটন, অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ছেলের কথা ভেবে ভেবে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সুচিত্রা মন্ডল। তাঁদের সংসারে আয় একেবারেই কম।তাই আয় – ব্যয় নিয়ে সুচিত্রা দেবীর সঙ্গে তাঁর স্বামী বিষ্ণু বাবুর প্রায়ই ঝামেলা লেগেই থাকত । এদিন সকালেও তাদের দুজনে ঝামেলা হয়। এই ঝামেলার পর বিষ্ণু বাবু বাড়ি থেকে বেড়িয়ে যান। সেইসময় সুচিত্রা দেবী তাঁর ১২ বছরের ছোট ছেলে দয়ালহরি মন্ডলের মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সুচিত্রা মন্ডলকে মৃত বলে ঘোষণা করে সেখানের চিকিৎসকেরা। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে ছেলে দয়ালহরি মন্ডলের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584