সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিষয় সম্পত্তি লিখে না দেওয়া কারণে বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বেড় করে দিল ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার সুলতানগঞ্জ এলাকায়।

বৃদ্ধা মা সন্ধ্যা মণ্ডল অসহায় অবস্থায় বিষ্ণুপুর থানায় ছেলে কার্তিক মণ্ডল ও বৌমা সপ্না মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষ্ণুপুর থানার দ্বারস্থ হলে বিষ্ণুপুর পুলিশ ছেলে কার্তিক মণ্ডলকে গ্রেফতার করে।অসহায় মা কে বিষ্ণুপুর থানার পুলিশ ঘড়ে দিয়ে যায়।সন্ধ্যা মণ্ডলের স্বামী অধর চন্দ্র মণ্ডল।স্বামী স্ত্রীর সুখের সংসারে সাত কন্যা সন্তানের পর সাধের একটি ছেলে কার্তিক মণ্ডল ।
আরও পড়ুনঃ নির্যাতিতা বৃদ্ধার আর্তিতে সাড়া দুই ছাত্রীর

আর সাত মেয়ের বিবাহের পর অধর মণ্ডল মারা যান।তারপর কার্তিক মণ্ডল বিবাহ করে এবং তার পর থেকে সন্ধ্যা মণ্ডলের সুখের সংসারে অশান্তির বাঁধে।

বৌমা সপ্না মণ্ডল ও ছেলে কার্তিক মণ্ডল গালিগালাজ করে অত্যাচার করে বলে অভিযোগ করেন বৃদ্ধা।ধীরে ধীরে মারধর মাত্রা বাড়তে থাকে।অবশেষে মারধর করে ঘার ধাক্কা দিয়ে রাস্তায় বেড় করে দেওয়া হয় বৃদ্ধা মাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584