সঞ্চয়িতা’-র বসন্ত উৎসব

0
87

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

মেদিনীপুরের শহরের গণপতি বসু স্মৃতি উদ্যানে আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা ‘সঞ্চয়িতা’ র উদ্যোগে রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ্যক্ষা মৈথিলী ঘোষ। অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত গুরু ও সংগীতশিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী কৌস্তুভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Vasant Utsav
নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, সমাজসেবী ও লেখিকা রোশনারা খান, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, কবি অভিনন্দন মুখোপাধ্যায়, নিসর্গ নির্যাস মাহাতো, বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে, পাঞ্চালি চক্রবর্তী, মৃদুলা ভূঁইয়া, তন্দ্রিমা ঘোষ, ফটোগ্রাফার গৌতম দেব, পার্থ সারথি দাস, সঙ্গীত শিল্পী অনিন্দ্য সেনসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত শহরের স্ব স্ব ক্ষেত্রের বিশিষ্টজনেদের প্রত্যেককে সংবর্ধনা জানানো হয় প্রতিষ্ঠানের তরফ থেকে। মূল অনুষ্ঠানে সংস্থার ছাত্র- ছাত্রীরা পরিবেশন করে বিভিন্ন স্বাদের আবৃত্তি, যা উপস্থিত সকলের মন ভরিয়ে তোলে।

Vasant Utsav
নিজস্ব চিত্র

এছাড়াও, পরিবেশিত হয় বিভিন্ন শিল্পীর দ্বারা মানানসই গান ও নৃত্য। সঙ্গীত পরিবেশন করেন দুর্বা মুখার্জি, অনিন্দ্য সেন, রথীন দাস, শুভজিৎ দাস প্রমুখ। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত ‘হৃদ মাঝারে’ ব্যান্ডের ভিন্ন স্বাদের লোকগান উপস্থিত সকলকে আনন্দ দান করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ‘সঞ্চয়িতা’-র অধ্যক্ষা বাচিক শিল্পী মৈথিলী ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here