নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বৃদ্ধ দম্পতিকে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। শুক্রবার ওই দম্পতিকে মারধোর করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বৃদ্ধা। মালদার হব্বিপুর থানার ঋষিপুর পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামের ঘটনা।
হব্বিপুর থানায় অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধ দম্পতির দুই মেয়ে। তবে এর আগেও থানায় একাধিক বার অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তাই এবার মুখ্যমন্ত্রীর দারস্থ হতে চলেছে বৃদ্ধার দুই মেয়ে। তাদের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আরও পড়ুনঃ আন্দোলনের নামে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধোর বিজেপির
পরিবার সুত্রে জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতির নাম মহাবীর মন্ডল(৮৭) ও রাধারানী মন্ডল(৭৫)। তাদের দুই ছেলে দুই মেয়ে। মহাবীর মন্ডল তার সমস্ত সম্পতি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন।
নিজের বসত ভিটায় এক ছেলের সঙ্গে থাকতেন। কিন্তু মাঝেমধ্যে অত্যাচার করায় কিছুদিন ভিনরাজ্যে ছোট ছেলের কাছে ছিলেন। সেখান থেকে গত কয়েক মাস আগে বাড়ি ফিরে আসে।
শুরু হয় আবার ছেলে ও তার স্ত্রীর অত্যাচার। শুক্রবার বাড়ির উঠান পরিষ্কার করছিলেন বৃদ্ধা রাধারানী মন্ডল। সেই সময় বৌমা সীতা মন্ডল তার উপর চড়াও হয় মারধোর শুরু কর।
স্ত্রীকে বাঁচাতে এসে আক্রান্ত হয় মহাবীর মন্ডল। পরে স্থানীয়দের সাহায্যে বৃদ্ধাকে মালদা মেডিকেলে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসে দুই মেয়ে। তারা হব্বিপুর থানায় দাদা শুদাংশু মন্ডল ও তার স্ত্রী সীতা মন্ডলের বিরদ্ধে অভিযোগ দায়ের করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584