সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিতে এসে শ্বশুর এবং শ্যালকের হাতে আক্রান্ত হলো স্বামী।অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে জামাইকে খুন করার চেষ্টা করে শ্বশুর ও শ্যালক।ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার উজোর খইয়ামারা গ্রামে।পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়ি থেকে স্বামীর সাথে গন্ডগোল করে গত তিনদিন আগে বাপের বাড়ি চলে এসেছিল রুবিয়া বিবি।

এরপর বারে বারে ফোন করে স্ত্রীকে বাড়ি চলে আসতে বলে স্বামী আমির হোসেন লস্কর কিন্তু স্ত্রী না ফেরায় অবশেষে স্ত্রীকে নিতে আজ সকালেই শ্বশুরবাড়ি হাজির হয় আমির হোসেন।এরপর শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে তাদের পারিবারিক বিষয় নিয়ে বচসা হতে থাকে।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবীতে গ্রামবাসীদের অবরোধে পুলিশের লাঠি,আক্রান্ত চিত্র সাংবাদিকরাও
বচসা চরম পর্যায়ে পৌঁছালে আমির হোসেনের শ্যালক মিজানুর হালদার জামাইবাবুর চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় এবং শশুর সাইফুল হালদার ও শ্যালক মিজানুর মিলে ধারালো অস্ত্র দিয়ে আমির হোসেনকে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আমির হোসেনকে প্রথমে নিমপীঠ হাসপাতালে আনা হয় এরপর তার অবস্থার অবনতি হতে থাকলে বারুইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ। তবে ঘটনার পরেই পলাতক আমির হোসেন এর শ্বশুর এবং শ্যালক।বকুলতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584