শ্যামল রায়,নদীয়াঃ
স্ত্রীকে কেন তার মা বাবা বাড়ি নিয়ে গেল,এই রাগে শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত ঘাঘার চর গ্রামে। মৃতের নাম অমর বিশ্বাস। অভিযুক্ত জামাই প্রকাশ মণ্ডল পলাতক। এলাকার মানুষ উত্তেজিত হয়ে জামাই প্রকাশ মন্ডলের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ যে গ্রামেরই প্রতিবেশী প্রকাশ মণ্ডল ভালোবেসে বিয়ে করে, অমর বিশ্বাসের মেয়েকে।প্রেম ভালোবাসা করে বিয়ে করলেও অভিযোগ যে মেয়ের উপর মানসিক শারীরিক অত্যাচার চালাত জামাই প্রকাশ মণ্ডল। তাই মেয়ে আর স্বামীর ঘর করতে রাজি না থাকায় বাবা অমর বিশ্বাস মেয়েকে তার বাড়ি নিয়ে যায়। এমনকি জামাই এর হাত থেকে বাঁচার জন্য গ্রাম পরিবর্তন করে পাশের গ্রামে গিয়ে বাড়ি করে। কিন্তু অসুস্থ মা পুরনো গ্রামেই বাড়িতে থাকার কারণে গতকাল অমর বিশ্বাস মাকে ওষুধ দিতে গ্রামে আসে। সেই সময় জামাই প্রকাশ মণ্ডল খবর পেয়ে আড়ালে-আবডাল থেকে শ্বশুরকে পিছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শশুর অমর বিশ্বাসের। এই খবর রটে যাওয়ার পরই প্রকাশ মণ্ডলের বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি ভাঙচুর চালায়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং চাপা উত্তেজনা রয়েছে। মৃতের ময়নাতদন্ত হয়েছে শনিবার শক্তিনগর হাসপাতালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584