শ্বশুরের সম্পত্তিতে কোন অধিকার নেই জামাইয়েরঃ কেরল হাইকোর্ট

0
83

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

শ্বশুরবাড়ির সম্পত্তিতে জামাইয়ের কোন অধিকার নেই, এক মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল কেরালা হাইকোর্ট।

Kerala Highcourt
ছবি: সংগৃহীত

কান্নুরের তালিপারম্বার ডেভিস রাফেল মামলা দায়ের করেন তাঁর শ্বশুর হেনড্রি থামসের বিরুদ্ধে। সেই মামলার রায়ে আদালত জানায় শ্বশুর বাড়ির সম্পত্তির ওপর জামাইয়ের আইনত কোন রকম অধিকার নেই। প্রথমে পায়ান্নুরের সাব কোর্টে মামলা দায়ের করেন ডেভিস। সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ায় কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেও একই নির্দেশ দিলেন বিচারপতি এন অনিলকুমার।

আরও পড়ুনঃ পুলিশি বাধা পেরিয়ে লখিমপুর খেরিতে তৃণমূলের প্রতিনিধিদল, দোলা-কাকলি-সুস্মিতারা যাবেন নিহতদের বাড়িতেও

ডেভিসের দাবি কোন এক গির্জা কর্তৃপক্ষের তরফে একটি সম্পত্তি তিনি উপহার হিসেবে পেয়েছেন। সে সম্পত্তির দলিলও রয়েছে ডেভিসের কাছে। কিন্তু আদালত জানিয়েছে, হেনড্রির সম্পত্তিতে গির্জার দলিল কখনোই কার্যকর নয়। শুনানি শেষে আদালত জানিয়ে দেয়, শ্বশুরের সম্পত্তিতে আইনত জামাইয়ের আইনত কোন দাবি থাকতে পারে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here