শ্বশুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগে ধৃত জামাই

0
73

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

son-in-law was accused of setting fire to his in-laws house
নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪পরগনার বারুইপুর থানার খারু পাতালিয়া এলাকায় শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে।

son-in-law was accused of setting fire to his in-laws house
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী মণ্ডল কুড়ি বছর আগে বিবাহসূত্রে আবদ্ধ হয় চুনাখালি এলাকার রবি মন্ডলের ছেলে কানাই মন্ডলের সঙ্গে।কুড়ি বছর বৈবাহিক জীবনে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

son-in-law was accused of setting fire to his in-laws house
অভিযুক্তর শ্বাশুড়ি।নিজস্ব চিত্র

অভিযুক্ত কানাই দিনের পর দিন মদ্যপ অবস্থায় স্ত্রী বৈশাখীকে শারীরিক মানসিক নির্যাতন করত।স্বামীর এই মাত্রাছাড়া অত্যাচার সহ্য করতে না পেরে মাস সাতেক পূর্বে বৈশাখী পিতৃগৃহেই বসবাস শুরু করে সন্তান সন্ততি নিয়ে।কিন্তু সেখানেও হানা দিত অভিযুক্ত।

son-in-law was accused of setting fire to his in-laws house
নিজস্ব চিত্র

গতকাল রাতে শ্বশুর বাড়িতে আসে মদ্যপ অবস্থায়।স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

son-in-law was accused of setting fire to his in-laws house
নিজস্ব চিত্র

আনুমানিক রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ভেতর থেকে বৈশাখী এবং ছেলে মেয়েরা চিৎকার করতে থাকে।

son-in-law was accused of setting fire to his in-laws house
লক্ষ্মী কর্মকার,অভিযুক্তর শ্বশুর তরফের আত্মীয়।নিজস্ব চিত্র

বেরোতে চেষ্টা করলে দেখে বাইরে থেকে তালা দেওয়া।কোনোক্রমে ঘরের বাইরে বেরিয়ে আসে প্রাণে বাঁচে।

আরও পড়ুনঃ জন্মদাত্রীর বিরুদ্ধে কন্যা সন্তান হত্যার অভিযোগ,কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্ত

son-in-law was accused of setting fire to his in-laws house
অমিত মল্লিক,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এলাকার মানুষ ছুটে এসে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে,কিন্তু ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।পরে খুঁজে পাওয়া যায় অভিযুক্ত কানাইকে স্থানীয়রা তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে থানায় খবর দেয়।আজ সকালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here