শ্যামল রায়,পূর্বস্থলীঃ
গঙ্গায় তলিয়ে যাওয়া মিঠুণ প্রামাণিক(২৮)নামের যুবকের দেহ উদ্ধার হল বৃহস্পতিবার।কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিঠুণ প্রামাণিক পূর্বস্থলীর সিংহারি গ্রামে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে আসেন।বুধবার কমলনগর ফেরিঘাটে স্নান করতে গিয়ে সে ডুবে যায়।সাঁতার না জানায় চোরা স্রোতে এই ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবার।ঘটনাস্থলে ডুবুরি নামিয়েও বুধবার দেহ খুঁজে পাওয়া যায়নি।

সুশান্ত বিশ্বাস নামে এক আত্মীয় বলেন,বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় এক কিমি দূরে নবদ্বীপের দিকে শ্মশাণঘাটের কাছে দেহ ভাসতে দেখেন।এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয়। কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।আত্মীয় পরিজনের কান্নায় ভেঙ্গে পড়েন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584