যাদবপুরে বাবাকে পিটিয়ে মারল ছেলে,দেখেও নিশ্চুপ প্রতিবেশী

0
90

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

যাদবপুরের মতো এলাকায় বাবাকে পিটিয়ে খুন করল গুণধর ছেলে। যখন বাবাকে মারধর করা হচ্ছিল তখন কোনো ব্যক্তি বৃদ্ধপিতাকে বাঁচাতে এগিয়ে না আসায় এলাকার লোকজনের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, ছেলের হাতে খুন হওয়া পিতার নাম শুভময় বন্দ্যোপাধ্যায়(৭০)। অভিযুক্ত ছেলের নাম অর্পণ বন্দ্যোপাধ্যায়।

murder | newsfront.co
প্রতীকী চিত্র

খাস কলকাতায় ছেলের হাতে খুন বাবা, ঘটনার কথা জানতে পেরে বুদ্ধিজীবী মহল বিস্মিত। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার ১/সি রায়পুর রোড ইস্টে। টাকা না পেয়ে আক্রোশের বশেই বাবাকে খুন করে ছেলে। যাদবপুর কাণ্ডের তদন্তে নেমে প্রাথমিক মোটিভ পুলিশের হাতে। থানা সূত্রে খবর, বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল অভিযুক্ত অর্পণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু সাগরদিঘীতে

গতরাতে বাড়ির নীচে বাবা শুভময় বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পাশাপাশি ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বাড়িতে আলাদা করে নিহতের স্ত্রীর সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা অফিসাররা। এলাকাবাসীর অভিযোগ, রায়পুর রোড ইস্টের বাসিন্দা অর্পণ বন্দ্যোপাধ্যায় মাঝেমধ্যেই বাবা শুভময় বন্দ্যোপাধ্যায়কে মারধর করত।

আরও পড়ুনঃ বক্সার জঙ্গলে বাইসনের সঙ্গে স্কুটির ধাক্কায় নিহত যুবক

আরও অভিযোগ মানসিকভাবে সুস্থ নন অভিযুক্ত অর্পণ বন্দ্যোপাধ্যায়। পুলিস সূত্রে খবর নিহত শুভময় বন্দ্যোপাধ্যায় জর্জ কোর্টের টাইপিস্ট ছিলেন। গতকাল সকালেও বাবাকে মারধর করে অর্পণ। রাতেও অশান্তি হয় বলে অভিযোগ। বৃদ্ধের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে খুন করা হয়েছে জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানাগেছে, আবাসনে বাবা ও মায়ের সঙ্গেই থাকতেন ছেলে অর্পণ। অবসরপ্রাপ্ত বাবার কাছ থেকে টাকা নিয়ে বিলাসবহুল জীবন যাপন করতেন তিনি। লকডাউনে নিজের একটি ফ্ল্যাট বিক্রিও করে দেন প্রৌঢ়।সেই টাকা আদায়ের জন্যই কি চাপ দিচ্ছিল ছেলে? খতিয়ে দেখছে পুলিশ। যদিও এদিন ঘটনার সঙ্গে ছেলের কোন যোগ নেই বলেই দাবি করেছেন মৃতের স্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here