নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
চার বছর আগে পুত্রহারা শোক নিয়ে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের শান্তিপুর এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু প্রধান।
দুই দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এক বেসরকারি আবাসনে রাত্রিযাপন করেন তিনি।গত মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ বিদ্যাসাগরের আদি বাড়িতে গিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস সহ বিদ্যাসাগর জন্মভূমির সংলগ্ন এলাকা সুসজ্জিত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর বুধবার ডেবরায় প্রশাসনিক বৈঠক করার কথা।সেইমতো কোলাঘাট থেকে বেরোনোর সময় রাস্তায় শান্তিপুর এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু প্রধান এক চিঠির মাধ্যমে তার ছেলের মৃত্যুর সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর হাতে দিলেন। এদিন কৃষ্ণেন্দু প্রধান জানান গত ৪ বছর আগে এক বন্ধুর জন্মদিনে গিয়ে তাদের একমাত্র জলে ডুবে ছেলের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ
কিন্তু বাড়ির লোকের অভিযোগ জলে ডুবে মৃত্যু নয় তার ছেলেকে খুন করা হয়েছে।এই অভিযোগ নিয়ে বহুবার প্রশাসনের দফতরে গেলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে বুকের ব্যথা বুকে রয়ে গেল বাবা কৃষ্ণেন্দু প্রধানের।অবশেষে বুধবার এক চিঠির মাধ্যমে সমস্ত অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হন কৃষ্ণেন্দু প্রধান।এদিন কোলাঘাট মোড়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চিঠি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584