নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হাওড়ার একটি হোমে শিশু দত্তকের নামে চলছে শিশু পাচার চক্র, এমনকি শিশুদের যৌন নিগ্রহেরও অভিযোগ ওঠে হোমের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী অধিকারী, সমাজ কল্যান দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক দেবকুমার ভট্টাচার্য সহ ১০ জনকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ।

জানা গিয়েছে, সোমবার রাতে মালিপাঁচঘড়া থানা ও হাওড়া মহিলা থানার পুলিশ বাহিনী যৌথ অভিযান চালায় ও গ্রেপ্তার করা হয় হয় সুমিত অধিকারীকে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় বিপাকে শেখ সুফিয়ান, আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
উল্লেখ্য, ২৩৪ নম্বর শ্রীরাম ঢ্যাং রোডে অবস্থিত এই করুণা উওমেন অ্যান্ড চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটি নামের হোমটি। হাওড়ার ৪ নম্বর ওয়ার্ডে হোমটি রয়েছে। হোম চালাতেন হাওড়া পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্র সুমিত অধিকারী ও তাঁর পুত্রবধূ গীতশ্রী অধিকারী। হাওড়া পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ড এটি। তাৎপর্যপূর্ণ ভাবে এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর মিনতি অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584