বাবার জয়ে উচ্ছ্বসিত ছোট্ট ম্যাতেও

0
40

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

son of messi excited when messi awarded ballon d'or | newsfront.co
উচ্ছ্বসিত মেসি পুত্র ম্যাতেও। চিত্র সৌজন্যঃ টুইটার

মেসি টপকে গেলেন তাঁর চির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে। ইতিহাসে সর্বাধিক ব্যালন ডি’অর জেতার নজির গড়লেন তিনি। সোমবার রাতে বাবার মুকুটে নয়া পালক যোগ হতে দেখে আনন্দিত তাঁর পুত্র ম্যাতেও।

মেসির ব্যালন ডি’অর জেতার খবর ঘোষিত হতেই ক্যামেরায় ধরা পড়ে যায় চার বছরের ছোট্ট ম্যাতেওর প্রতিক্রিয়া। বসার আসনে লাফালাফি করতে থাকে সে। আনন্দে উদ্ভাসিত ছিল তার চোখমুখ।

পুরস্কার জেতার পর প্যারিসের ১০ বছর আগের স্মৃতি চারণ করেছেন মেসি। বলেন প্রথম ব্যালন ডি’অর জেতার গল্প। ক্ষনিকের জন্য ফিরে যান ২২ বছরের বয়সের কোঠায়। আপাতত ফুটবল, পরিবার ও প্রতিপক্ষদের সঙ্গে নিয়ে এই জীবন এগিয়ে চলুক সামনের দিকে– এমনটাই চাইছেন মেসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here