মনোদীপ ব্যানার্জী, বীরভূমঃ
শীতের দুপুরে যুব নেতাদের গরমা গরম ভাষণে গরম হয়ে উঠলো রামপুরহাটের পাঁচমাথা ভলিবল ময়দান। এদিনের কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র।
মঞ্চে উপবিষ্ট একঝাঁক জেলা ও রাজ্য নেতাদের উপস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা হবে বলেই আশা প্রকাশ করছেন দলীয় নেতৃত্ব। যুব সংগঠনের কর্মী সভায় এদিন আমন্ত্রিত ছিলেন জেলার একমাত্র কংগ্রেস বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মিল্টন রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা কিষাণ ক্ষেত মজুর কংগ্রেসের চেয়ারম্যান সৈয়দ কাসাফোদ্দোজা, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস সাধারণ-সম্পাদক মাশুকুল ইসলাম শিবলী, বীরভুম জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি সৌভিক সিংহ, রামপুরহাট বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আঙ্গুর মিঞা সহ যুব কংগ্রেস ও রামপুরহাট শহর কংগ্রেস অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এনআরসি ও সিএএ নিয়ে সরব হন দলীয় নেতৃত্বরা। পাশাপাশি জেএনইউতে ঘটা ঘটনার বিরুদ্ধেও তীব্র ধিক্কার জানান সংগঠনের নেতারা। আগামীতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তাদের আন্দোলন আরও বৃহত্তর হবে বলে জানান যুব নেতা সৌভিক সিংহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584