সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মাতাল ছেলেকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করলেন বাবা। ঘটনায় গুরুতর আহত হন ছেলে। আহতের নাম সাদ্দাম হোসেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের নাজিরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মদের নেশা ছিল ছেলে সাদ্দাম-এর। এলাকার মানুষ থেকে শুরু করে নিজের মা বাবা সকলকেই মারধর সহ বিভিন্ন রকম নির্যাতন করতো। আর সেনিয়ে প্রায়শই অশান্তি চলত পরিবারে।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের পোশাক বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য জলঙ্গীতে
অন্যান্য দিনের মত শুক্রবার রাতে ফের মদ্যপান করে এসে ধারালো অস্ত্র নিয়ে তার বাবা শহিদুলের উপর চড়াও হয় সাদ্দাম। প্রাণ বাঁচাতে ঐ অস্ত্র কেড়ে ছেলেকেই আঘাত করেন তাঁর বাবা। এর ফলে ছেলের গলা এবং পিঠে ধারালো অস্ত্রের কোপ পড়লে গুরুতর জখম হয় ছেলে সাদ্দাম হোসেন। ঘটনার পর সাদ্দামকে উদ্ধার করে স্থানীয়রা ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584