পিয়ালী দাস, বীরভূমঃ
দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ।এই ভাইরাসের প্রকোপের কারণে ইতিমধ্যেই ভারতের বেশকিছু রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল-কলেজ, প্রেক্ষাগৃহ ও অন্যান্য জনবহুল স্থানগুলি আপাতত বন্ধ রাখার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেও আগামী ১৬ তারিখ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত রকম স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও ৩১শে মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, পরীক্ষা ও হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর এবার বন্ধ সোনাঝুড়ি হাট।
শনিবার বোলপুরের এস.ডি.পি.ও অভিষেক রায় স্থানীয় সোনাঝুড়ি হাটের ব্যবসায়ীদের সাথে একটি বৈঠক করেন। যে বৈঠক শেষে ৩১ শে মার্চ পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তেই এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুনঃ করোনার প্রভাবে বন্ধ থাকবে বলিউডের শুটিং
বোলপুরের সোনাঝুড়ি হাটে প্রতিদিন অজস্র পর্যটক আসেন। এই সকল পর্যটকরা শুধু রাজ্যের বা দেশের নন, বিদেশ থেকেও বহু পর্যটক আসেন। আর করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার মুহূর্তে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আগেই এবছর বিশ্বভারতীর বসন্ত উৎসব বাতিল করা হয়।
বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবন, সংগ্রহশালা ও শান্তিনিকেতন গৃহ। শুধু তাই নয় আশ্রম চত্বরে পর্যটকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিশ্বভারতীতে বন্ধ করে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা, হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584