পিয়ালী দাস, বীরভূমঃ
লকডাউনের ভ্রুকুটি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শান্তিনিকেতনের প্রাণ সোনাঝুরির হাট। দীর্ঘ ৪ মাস ধরে সম্পূর্ণ বন্ধ ছিল এই হাট। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সরাসরি হাটে হাতের কাজের পসরা নিয়ে বিকিকিনি করতে আসে প্রায় ৪০০ ক্ষুদ্র ব্যবসায়ী।
করোনা মহামারির জেরে বাতিল হয়েছিল বসন্ত উৎসব৷ ধীরে ধীরে করোনা গ্রাস করে নেয় সোনাঝুরি হাটের বাণিজ্য। প্রবল অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এই সোনাঝুড়ির হাটে ব্যবসা করে আসছেন স্থানীয় ব্যবসায়ী বিকাশ মাল। তিনি জানান, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা স্বপ্নেও কখনও ভাবিনি। দীর্ঘ চার মাস ধরে ব্যবসা বন্ধ। বিকল্প কোন কাজের সংস্থান হয়নি।
তাই প্রশাসনের কাছে আবেদন, দ্রুত হাট খোলার অনুমতি দিন, না হলে ব্যবসায়ীদের অত্যন্ত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। শাড়ি ব্যবসায়ী প্রবীর মন্ডল জানিয়েছেন, সামনে পুজো এখন থেকে যদি ব্যবসা শুরু না হয় তবে পুজোর সময় পরিবারকে নতুন জামা কাপড় দেওয়া যাবে না। লকডাউনের জন্য এমনিতেই পর্যটক আসা কমে গেছে। তবে আমরা আশাবাদী কয়েকদিন পর থেকে ফের আগের মত সোনাঝুরির হাট কোলাহলে মেতে উঠবে।
বোলপুরের মহকুমাশাসক অভ্র অধিকারী জানিয়েছেন, এভাবে ব্যবসায়ীদের তরফের এখনো কোনো আবেদন আসেনি সোনাঝুরি হাট খোলার জন্য, তবে ব্যবসায়ীরা যদি আবেদন করেন বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখে সব দিক বিচার করে হাটখোলার অনুমতি দেওয়া হবে।
সোনাঝুরি হাট কমিটির সম্পাদক কৌসার আলি জানিয়েছেন, সোনাঝুরি হাটের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়েছে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সোমবার থেকে সমস্ত রকমের স্বাস্থ্য বিধি এবং সরকারি নিয়ম শৃঙ্খলা মেনে সোনাঝুরি হাট খোলা হবে।
আরও পড়ুনঃ ফালাকাটায় মেঠো প্রতিবাদে সামিল কৃষিজীবীরা
ব্যবসায়ীরা দীর্ঘদিন পরে হাটে এসে ব্যবসা শুরু করবে। পাশাপাশি প্রশাসনের কাছে হাট খোলার অনুমতি চেয়ে আবেদনও জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584