মোমবাতির রাতে বাজিরাজের তীব্র নিন্দা করলেন সোনালী চৌধুরী

0
414

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আমরা ভারতবাসী। আমরা ঐক্যবদ্ধ। আমরা একতার জয়গান গাইতে জানি।…এই মন্ত্রে শামিল হয়ে বাড়িতে মোমবাতি জ্বালিয়েছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী। ছবি শেয়ার করেছিলেন কাছের মানুষদের। এই প্রতিবেদক তাঁদেরই একজন।

sonali Chowdhury | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সোনালী মোমবাতি জ্বালালেন বটে, কিন্তু তার পক্ষে দেওয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা যা লোকমুখে ঘুরছে তার কোনও মানে নেই অভিনেত্রীর কাছে। তাঁর কথায়, মোমবাতির আগুন কার্বন মনো অক্সাইড তৈরি করে। সে কী ভাবে ভাল করবে শরীরের? একতার কথা যদি বলো তা হলে ঠিক আছে। আমরা মোমবাতি জ্বালিয়ে বোঝাতেই পারি যে আমরা ভারতবাসী এক এবং ঐক্যবদ্ধ। বাকি ব্যাখ্যা যুক্তিহীন।”

Sonali Chowdhury | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ বাতি ঘিরে বিভক্ত টলিপাড়া

পাশাপাশি মোমবাতি জ্বালানোর রাতে যে হারে শব্দ বাজি ফেটেছে, ফানুস উড়েছে তার তীব্র নিন্দা করেন সোনালী। বলেন, যাদের ঘর থেকে করোনায় আক্রান্ত মানুষগুলি চিরতরে বিদায় নিয়েছেন তাঁদের কথা ভাবিনি আমরা। ভাবলে এমনভাবে বাজি ফাটাতে পারতাম না।

দীপাবলির থুড়ি অকাল দীপাবলির আনন্দে মেতে উঠতে পারতাম না। বাজির আওয়াজ যখন কানে আসছিল তখন মনে হচ্ছিল আমরা তা হলে আনন্দেই আছি খুব। করোনা যন্ত্রণা আমাদের তা হলে কাতর করতে পারেনি। আমরা এই অবস্থায় খুশি এবং অভ্যস্ত হতে চাই।…

ভারতেও আক্রান্তের সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা কিন্তু কম নয়। আমাদের এই বাজি পোড়ানোটা মোটেই সমর্থনযোগ্য নয়। নিন্দা হচ্ছে দিকে দিকে। মাননীয় প্রধানমন্ত্রী কী বললেন আর আমরা কী করলাম!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here