নবনীতা দত্তগুপ্ত, নিউজ ফ্রন্টঃ
মা হতে চলার সুখবর জানিয়ে বেবি বাম্পের ছবি কিংবা মা হওয়ার পর সদ্যোজাতের ছবি এতদিন সামাজিক মাধ্যমে সামনে আনেননি অভিনেত্রী সোনালী চৌধুরী। কারণ সাত তাড়াতাড়ি কোনও কিছুর দেখনদারিতে বিশ্বাসী নন তিনি। তবে, এবার ঋক বাবুকে সকলের সামনে আনলেন তিনি। নিউজ ফ্রন্টকে পাঠালেন সেই আনন্দঘন মুহুর্তের ছবি।
সোনালীর কোল আলো করে এসেছে ঋকবাবু। আজ তার আবির্ভাবের এক মাস পূর্ণ হল। তাই তাকে কেন্দ্রে রেখে ঘরোয়া সেলিব্রেশনে মেতে উঠলেন অভিনেত্রী ও তাঁর পরিবার। আনা হল একটি নীল রঙা কেক। তাতে ছোট্ট এক জোড়া জুতো সুসজ্জিত। আর কেকের গায়ে লেখা আছে ‘ওয়ান মানথ অফ ঋক’। ঋককে কোলে নিয়ে বসে আছেন সোনালী। অপূর্ব সেই স্নেহমাখা মুহূর্ত।
আরও পড়ুনঃ কনে বউয়ের সাজে শ্রাবন্তী, সরগরম নেটদুনিয়া
আজ ছেলের জন্মের এক মাস পূর্ণ হওয়ার খুশিতে কালীঘাট সংলগ্ন এলাকার অসহায় মানুষদের মুখে খাবারও তুলে দেন তিনি। মাধ্যম ছিল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের তত্তাবধানে তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অপর্ণা ফাউন্ডেশন’। সোনালী, তাঁর পরিবার ও তাঁর ঋকের জন্য নিউজ ফ্রন্টের তরফ থেকে অনেক শুভকামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584