নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনার জালে আজ আমরা সবাই জর্জরিত। তাকে তাড়াব তাড়াব করেও তাড়াতে পারছি না আমরা। এখন ঈশ্বরই ভরসা। তাঁর কাঁধেই একপ্রকার মাথা ফেলে দিয়েছি আমরা।
কিন্তু ঈশ্বর স্বয়ং যখন করোনাকে নিয়ে দিশা খুঁজে পায় না তখন কী হতে পারে? এই সময় কি একজন করোনামর্দিনীর দরকার নেই? এই ছবিতে পাওয়া যাবেন করোনামর্দিনী নামে এক চরিত্রকে।
তিনি কি পারবেন তাঁর মর্তের সন্তানদের এই বিপদ থেকে উদ্ধার করতে? অভিজ্ঞান মুখার্জি পরিচালিত এই ছবিতে থাকবে তার উত্তর। স্বর্গ এবং মর্ত দুইই ছবির লোকেশন। স্বর্গে যাদের শিব-দুর্গা হিসেবে দেখা যাবে তারাই মর্তে থাকবেন স্বামী-স্ত্রী হিসেবে। বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি।
আরও পড়ুনঃ ‘পাপ কা ঘড়া’, নতুন হিন্দি গানে অমিত কুমার
বিভিন্ন চরিত্রে রয়েছেন অভিনন্দন সরকার, পূরবী রক্ষিত, তিতিক্ষা দাস, রুদ্রাক্ষ রক্ষিত, সম্রাজ্ঞী সাহা, দীপায়ন মুখার্জি প্রমুখ। সঙ্গীত পরিচালনায় অমিত মিত্র। ডি ও পি পুষণ গুপ্ত। গ্রাফিক্স ও সম্পাদনায় প্রীতম চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অর্ণব মিত্র।
আরও পড়ুনঃ পুজোর আগে মাথায় থাক ‘লাল গেন্দা ফুল’
এই ছবিতে সাজসজ্জা এবং মেক আপ একটা বড় ভূমিকা পালন করছে। সেই দিকটি সামলেছেন দাস সৌরভ। ‘রক্ষিত অ্যান্ড সন্স প্রোডাকশন’-এর ব্যানারে পূরবী রক্ষিতের প্রযোজনায়, অভিজ্ঞান মুখার্জির পরিচালনায় এই পুজোর আবহেই মুক্তি পাবে ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584