ভিন রাজ্যে কাজে গিয়ে আটক সোনামুখীর যুবক

0
29

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন সোনামুখীর এক যুবক এই মুহূর্তে সে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছেন ।

young boy
নিজস্ব চিত্র

ভিন রাজ্যে কাজে গিয়ে বাড়ি ফিরতে পারছেন না তিনি। এই মুহূর্তে কঠিন দুশ্চিন্তায় দিন কাটছে যুবকের। জানা যায় বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর গ্রামের নিরাঞ্জন বাড়ৈ নামে এক যুবক উত্তরপ্রদেশে কাজে গিয়েছিলেন।

lady |newsfront.co
আলোমতি মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পায়ে হেঁটে বর্ধমান টু খড়গপুর

এই মুহূর্তে সেখানেই তিনি আটকে রয়েছেন। ওই যুবকের সাথে বর্ধমান জেলার দুজন ও কাকদ্বীপের দুজন সহ মোট ৫ জন। হঠাৎ এভাবে কাজে গিয়ে গৃহবন্দি হয়ে যেতে হবে তা কল্পনাও করেননি তারা ।

ভিডিওবার্তার মাধ্যমে তারা বলেন, এই মুহূর্তে তারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। কাজ নেই হাতে যা পয়সা ছিল তাও শেষ হয়ে গিয়েছে ফলে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। সরকারের কাছে তারা নিবেদন জানান তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসার সুবন্দোবস্ত করা হলে খুবই ভালো হয় ।

এ বিষয়ে উত্তর নিত্যানন্দপুর গ্রামের পঞ্চায়েত সদস্য আলোমতি মণ্ডল বলেন, বিষয়টি আমরা শুনেছি উর্দ্ধতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হচ্ছে কিভাবে তাদের ফিরিয়ে আনা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here