ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশব্যাপী লকডাউনের মাঝে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া দিতে নারাজ কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ‘বিরক্তিকর’ মন্তব্য করে ঘোষণা করেন যে পরিযায়ী শ্রমিকদের ফেরতের রেল যাত্রার ব্যায়ভার কংগ্রেস বহন করবে।
সোমবার সকালে চিঠি লিখে এক বিবৃতিতে তিনি জানান,’মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে লকডাউন ঘোষণা করার ফলে লক্ষ লক্ষ শ্রমিক ও অভিবাসী দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়ে।১৯৪৭ সালে দেশ ভাগের পর এই প্রথম এমন বিপর্যয় দেখা দিয়েছে যাতে শ্রমিক ও অভিবাসীরা পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে কয়েকশো কিলোমিটার পাড়ি দিচ্ছে। খাবার নেই, পয়সা নেই, ওষুধ নেই এমন অবস্থায় পায়ে হেঁটে বাড়ি যেতে বাধ্য হচ্ছে।’
তিনি আরও বলেন,’কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক এই সংকটের সময়েও রেল ভাড়া নিতে ছাড়ছে না। অন্যদিকে আমাদের সরকার বিদেশে আটকে পড়া নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিমানের ব্যবস্থা করতে পারছে,১০০ কোটি টাকা খরচ করে গুজরাটে একদিনের প্রকাশ্য কর্মসূচি নিতে পারছে, রেল মন্ত্রণালয় করোনা তহবিলে ১৫১ কোটি টাকা অনুদান দিতে পারছে, অথচ এই সংকটের সময়ে অন্তত বিনামূল্যে রেল ভ্রমণের ব্যবস্থা করতে পারছে না? কংগ্রেসের এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে কেন্দ্র ও রেল মন্ত্রক। ‘
শেষে তিনি মন্তব্য করেন,’তাই ভারতীয় জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটি অভাবী শ্রমিক ও অভিবাসীদের রেলযাত্রার ব্যয় ভার বহন করবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584