নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
সোমবার পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। গালওয়ান উপত্যকায় হওয়া ওই সংঘর্ষের জেরে নিহত হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। এরপর এই বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই বৈঠকে সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
সোনিয়া বলেন যে, তাঁর মতে এই বৈঠকটি আরও আগে হওয়া উচিত ছিল যখনই মে মাসের পাঁচ তারিখ চিনের লাদাখে অনুপ্রবেশের খবর মিলেছিল। এখনও অনেক কিছু স্পষ্ট করে জানা নেই, বলে জানান সোনিয়া গান্ধী।
We in the Indian National Congress & the entire opposition unitedly stand by our defence forces & are prepared to make any sacrifice to ensure they are battle ready: Congress President Smt Sonia Gandhi’s opening remarks in All Party Meeting. pic.twitter.com/T0Y3C7CjRV
— Congress (@INCIndia) June 19, 2020
কংগ্রেস সভানেত্রী এদিন বৈঠকের পর একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেন, “সীমান্তে স্থিতাবস্থা বজায় হবে। আর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের এলাকায় ফিরে যাবে চিন সেনা। বৈঠকে এমন আলোচনা হয়েছে। তবে এই চরম মুহূর্তে আমরা এখনও অনেক বিষয়ে অন্ধকারে।”
সোনিয়ার অভিযোগ এক মাস ধরে অনেক সময় নষ্ট করার ফলে কুড়ি ভারতীয় জন জওয়ানকে শহীদ হতে হল। এই প্রসঙ্গে সমস্ত তথ্য মোদীকে দিতে বলেন তিনি।
আরও পড়ুনঃ ভারত জিতবে, চিন হারবে, আমরা কেন্দ্রের পাশে আছি, সর্বদল বৈঠকে বললেন মমতা
বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে কংগ্রেস সভানেত্রী কয়েকটি প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন করেন যে, কবে চিনা সৈন্য ভারতে অনুপ্রবেশ করেছিল? কবে সেই বিষয়টি জানতে পেরেছিল সরকার? এটা কী পাঁচ মে-তে জানা গিয়েছিল, না তার আগেই? সরকারের কাছে কোনও উপগ্রহ চিত্র ছিল না?” তাঁর আরও প্রশ্ন, “আমাদের গোয়েন্দা সূত্রের কাছে এলএসি বরাবর কোনও চিনা আগ্রাসনের খবর ছিল না? সামরিক সূত্র এই আগ্রাসন আর বাহিনী মোতায়েন নিয়ে অবগত ছিল না? এক্ষেত্রে কোনও গোয়েন্দা ব্যর্থতা হয়েছে?” ভবিষ্যতের কী পরিকল্পনা, সেটাও এই সর্বদলীয় বৈঠকে জিজ্ঞেস করেন তিনি। দেশবাসীকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে চিন প্রকৃত সীমান্ত রেখায় ফিরে যাবে, দাবী করেন মোদী। কতটা তৈরী বাহিনী, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য চান তিনি। এবং সর্বশেষ কংগ্রেস সভানেত্রী বলেন তাঁরা সব সময় বাহিনীর সঙ্গে আছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584