ভারত জিতবে, চিন হারবে, আমরা কেন্দ্রের পাশে আছি, সর্বদল বৈঠকে বললেন মমতা

0
71

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

শুক্রবার ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদল বৈঠকে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী-সহ বিরোধী নেতারা।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিনকে দূরসঞ্চার, রেল ও উড়ান ক্ষেত্রে ঢুকতে দেওয়া চলবে না। এতে হয়তো কিছুদিন আমাদের সমস্যা হবে। কিন্তু চৈনিক অনুপ্রবেশ বন্ধ করতেই হবে।’

mamata banerjee statement | newsfront.co
সর্বদলীয় বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের বিবৃতি

তিনি আরও বলেন, ‘চিন গণতান্ত্রিক দেশ নয়। তাদের দেশে স্বৈরতন্ত্র চলে। তারা যা খুশি করতে পারে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হয়েই চলতে হবে। ভারত জিতবে, চিন হারবে। ঐক্যবদ্ধ হয়ে কথা বলুন, ঐক্যবদ্ধ হয়ে ভাবুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমরা এই ইস্যুতে সব সময় কেন্দ্রের পাশে রয়েছি।’

আরও পড়ুনঃ পরিস্থিতি গুরুতর, স্থগিত রাম মন্দির নির্মাণ

উল্লেখ্য, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন সেনা কর্মী। সংঘর্ষে একাধিক চিনা সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ৪৫ বছর পরে ভারত-চিন সীমান্তে সংঘর্ষে সেনা মৃত্যুর ঘটনা ঘটল। গত দেড় মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারত-চিন সীমান্ত।

আরও পড়ুনঃ রাহুলের ৫০তম জন্মদিন পালনে ‘না’ কংগ্রেসের

গালওয়ান, প্যাংগং, নাকুলা-সহ বেশ কয়েকটি এলাকায় টানাপোড়েন চলছিল। চিনা আগ্রাসন মোকাবিলায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মত জানতে শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্বদল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই তাঁর আমন্ত্রণপত্র পৌঁছেছিল নবান্নে। আমন্ত্রণ পেয়েই এই বৈঠকে যোগদানের বিষয়ে সহমতি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here