বিজেপি সাম্প্রদায়িক ঘৃণা ও পক্ষপাতের ভাইরাস ছড়াচ্ছে: সোনিয়া গান্ধী

0
127

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

মঙ্গলবার কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বিজেপির বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িক পক্ষপাত ও ঘৃণার ভাইরাস ছড়ানোর অভিযোগ আনলেন। একইসঙ্গে তিনি দাবি করেন যে এর ফলে সমাজিক সম্প্রীতির বিশাল ক্ষতিসাধন হয়েছে।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি মন্তব্য করেন যে  এই অবস্থায় প্রত্যেক ভারতবাসীই চিন্তিত এবং এই ক্ষতি পুষিয়ে দিতে  কংগ্রেসকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।

তিনি বলেন,”আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা নিয়ে প্রত্যেক ভারতবাসীই চিন্তিত। যখন আমাদের উচিত একত্রিত ভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা, তখন বিজেপি সাম্প্রদায়িক পক্ষপাত ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে।” ‌ফলে “আমাদের সামাজিক সম্প্রীতিরও বিশাল ক্ষতি হয়েছে” বলেও তিনি অভিযোগ করেন।

ছবি সৌজন্যে: টুইটার

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও কংগ্রেসের উচ্চ নেতৃবর্গ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগদান করেন।

আরও পড়ুন:পর্যটক অভাবে যেন শূন্য হৃদয় শ্রীনগরের টিউলিপ পুষ্প উদ্যান

কংগ্রেস প্রেসিডেন্ট আরও বলেন যে তাঁরা বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আসছেন প্রচুর পরিমাণে পরীক্ষা করা, আর করোনা আক্রান্তদের আলাদা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক যে এখনও পরীক্ষা হচ্ছে খুব ধীর গতিতে। এছাড়াও করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু তিনি অন্তত ৭৫০০ টাকা করে অনুদানের দাবি তুলেছেন।(ছবি সৌজন্যে:এএনআই)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here