নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে দলের সভাপতি নির্বাচন। তার আগে, যাবতীয় আভ্যন্তরীণ সমস্যা, অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চায় কংগ্রেস, সে কারণেই বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে শনিবার বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী।
গুলাম নবি আজাদ, কপিল সিব্বল সহ ২৩ জন কংগ্রেস নেতা সোনিয়াকে চিঠি লিখে শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছিলেন। এই ২৩ জন বিক্ষুব্ধ নেতার মধ্যে থেকে পাঁচ ছয়জন বর্ষীয়ান নেতাকে নিয়েই হতে চলেছে শনিবারের এই বৈঠক। সম্প্রতি বিহার নির্বাচনের ফলাফল থেকে কংগ্রেসের বেহাল দশা আরও স্পষ্ট হয়েছে, অস্তিত্বসঙ্কট, নেতৃত্ব–শূন্যতা, অন্তর্দ্বন্দ্বে জেরবার গোটা দল।
আরও পড়ুনঃ দেশের সেরা ‘সাইবার কপ’ কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরা
মনমোহন সিং, পি চিদাম্বরম, এ কে অ্যান্টনি এবং কে সি ভেণুগোপাল থাকছেন শনিবারের এই বৈঠকে, এমনটাই জানা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এই বৈঠক পরিচালনা করবেন। মধ্যপ্রদেশ, কর্নাটক পরপর ক্ষমতা হারিয়েছে কংগ্রেস। রাজস্থানেও ‘বিদ্রোহী’ শচীন পাইলট এবং অনুগামীদের বিক্ষোভের ফলে সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
আরও পড়ুনঃ গ্লোবাল মিডিয়া-ফিল্ম সামিটের ঘোষণা জাভড়েকরের
প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল কিছুদিন আগে বলেছিলেন, এবার কংগ্রেসের উচিত নিজের দিকে তাকানো, নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করা।গত ছ’বছর ধরে এই কাজটি হয়নি। দলের সাংগঠনিক ভুল এবং সংশোধনের উপায় এই সবই জানা রয়েছে কিন্তু দল তা স্বীকার করতে রাজি নয়। এখন দেখার এই বৈঠক থেকে দলের আভ্যন্তরীণ বিক্ষোভ আদৌ মেটে কিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584