কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভবিষ্যৎ অন্ধকারে, সোনিয়ার অন্তবর্তীকালীন সভাপতির মেয়াদ বাড়ল

0
44

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অন্তবর্তীকালীন সভাপতি নির্বাচনে দিশেহারা কংগ্রেস। গত বছর ১০ অগাস্ট অর্থাৎ আজকের দিনেই সোনিয়া গান্ধীকে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি করে কংগ্রেস। ঠিক ছিল লোকসভা নির্বাচনের ভরাডুবি কাটানোর সাময়িক ধাক্কা কাটানোর পর নির্বাচিত হবে পূর্ণ মেয়াদের সভাপতি। কিন্তু তা হয়নি।

Sonia Gandhi | newsfront.co
ফাইল চিত্র

কংগ্রেস সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সভাপতি কাজ করতে পারেন সর্বোচ্চ এক বছর। যে মেয়াদ শেষ হয়ে গেল ২০২০-র ক্যালেন্ডারে ১০ আগস্ট আসতেই। যদিও রাতারাতি অন্য কাউকে দলের প্রধান হিসাবে বাছতে পারল না কংগ্রেস। উপরন্তু কংগ্রেস কার্যকরী সমিতি জানিয়েছে, দলের পরবর্তী নেতা নির্বাচন করবেন সোনিয়াই। ততদিন এভাবেই কাজ চালিয়ে যাবেন।

কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীর মেয়াদ বাড়ছে। একইসঙ্গে যতদিন না পর্যন্ত নয়া সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন সেই পদে থাকবেন সোনিয়াই। কংগ্রেসের এক কর্তা জানিয়েছেন, স্থায়ী সভাপতি নির্বাচিত না হওয়ায় দলের সংবিধান অনুযায়ী সোনিয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকেও আগেভাগে সেই তথ্য জানাতে হবে কংগ্রেসকে।

আরও পড়ুনঃ আত্মনির্ভরতার পথে আরও এগোলো ভারত, ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানিতে নিষেধাজ্ঞা

শতাব্দীপ্রাচীন দলের দাবি, করোনাভাইরাস এবং দেশজুড়ে লকডাউনের জেরে স্থায়ী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যায়নি। কংগ্রেসের এক কর্তা বলেন, ‘সোনিয়ার নিয়োগের পরপরই গত বছর অক্টোবর-নভেম্বরে মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ছিল। তারপরই ছিল ঝাড়খণ্ড এবং দিল্লির (বিধানসভা ভোট)। তারপর কোভিড ১৯-এর ধাক্কা লাগল।’

আরও পড়ুনঃ অযোধ্যায় মসজিদের পাশে নয়া প্রকল্পের শিলান্যাসে আমন্ত্রণ যোগীকে

নির্বাচন ছাড়াই অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়ে দল চালানোর জন্য বিজেপির আক্রমণের মুখে পড়ার যে সম্ভাবনা রয়েছে, আগেভাগেই তারও উত্তর খুঁজতে শুরু করেছে কংগ্রেস। কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “পূর্ণ সময়ের সভাপতি ছাড়া এভাবে দিশেহারা হয়ে দীর্ঘদিন চলতে পারে না দল। দুঃসময়ে অন্তর্বর্তী সভাপতি হিসাবে সোনিয়া গান্ধী হাল ধরলেও, তাঁর পক্ষে অনির্দিষ্টকাল এই দায়িত্ব টেনে নিয়ে যাওয়া অসম্ভব। তাই রাহুল গান্ধী রাজি থাকলে ভাল, না হলে নতুন কাউকে বেছে নিয়ে দ্রুত তাঁর হাতে দেওয়া হোক দলের দায়িত্ব।”

শশী থারুরের এই বক্তব্যের মাঝেই দলের ‘প্রধান’ প্রসঙ্গে সিদ্ধান্ত নেয় কংগ্রেসের কার্যকরী সমিতি। যদিও অভিষেক মনু সিংভি বলেন, “এভাবে শূন্যস্থান নিয়ে কোনও দলই চলতে পারে না। তবে এটাও ঠিক যে, খুব তাড়াতাড়িই নতুন কারও হাতে পূর্ণ সময়ের জন্যঙ দলের দায়িত্ব তুলে দেওয়া হবে।” বর্ষীয়ান কংগ্রেস নেতা জানান, দ্রুত নয়া সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ততদিন দলের শীর্ষে থাকবেন সোনিয়া গান্ধী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here