‘পিএম কেয়ার্স’ এর অর্থ ‘প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল’এ স্থানান্তরের পরামর্শ দিলেন সোনিয়া গান্ধী

0
92

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

দেশে করোনা সংকটে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে সাংসদদের ৩০ শতাংশ বেতন হ্রাসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী পাঁচ দফা পরামর্শ সহ চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তিনি ‘পিএম কেয়ারস’ তহবিলের অর্থ ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে’ স্থানান্তর করার অনুরোধ করেন। তিনি জানান এই পদক্ষেপ গ্রহণ করলে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে আয়-ব্যয়ের হিসাব পাওয়া যাবে।

বর্তমান পরিস্থিতিতে সমস্ত সরকারি বিজ্ঞাপন স্থগিত রাখার পরামর্শও দেন তিনি। তিনি বলেন প্রতি বছর সরকারি বিজ্ঞাপন খাতে ১২৫০ কোটি টাকা খরচ হয়। এই পরিমাণ মূল্য খরচ না করে অবশ্যই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সাম্প্রতিক সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা করোনাভাইরাস লড়াইয়ে কাজে লাগানোর পরামর্শ দেন।

জরুরী পরিস্থিতি ছাড়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ রাজনীতিকদের বিদেশ সফর না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি এক্সপেন্ডিচার বাজেট থেকে শতকরা ৩০ শতাংশ কেটে নেওয়ার পরামর্শ দেন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here