সোনুর অন্য অবতার

0
148

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউন আমাদেরকে অনেককিছু শিখিয়েছে। চেনা ছকের বাইরে গিয়ে অন্যরকম কিছু করার সাহস আর ঝুঁকি নিতেও শিখিয়েছে। একইভাবে নতুন করে নিজেকে আবিষ্কার করার সময়ও দিয়েছে। এবার সোনু নিগম নিজেকে আবিষ্কার করলেন একেবারে নতুন ভূমিকায়। লেন্সম্যান ভিকি ইদনানি ও তাঁর সঙ্গী ও স্টাইলিস্ট অবিনাশ বামানিয়ারের ‘লেবেল’-এর একটি নতুন কালেকশনের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন গায়ক সোনু নিগম।

Sonu Nigam | newsfront.co
গায়ক সোনু নিগম

লেবেলের সঙ্গে সোনু নিগমের সম্পর্কের কথা জিজ্ঞাসা করলে ইদনানি জানান- “ছেলেদের থেকে পুরুষদের আলাদা করতে গেলে যার কথা মনে পড়ে তিনি হলেন সোনু নিগম। ওঁকে ছাড়া এই সফরে মডেল হিসেবে কারোকে ভাবতেই পারিনি আমরা। ওঁকে ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা খুশি। একইসঙ্গে নিজেদের ভাগ্যবান মনে করছি আমরা। আমাদের ছোট কাজে বড় মন উজাড় করে দিয়েছেন সোনু নিগম।”

Singer Sonu Nigam | newsfront.co
ছবি: সংগৃহীত

গায়ক সোনু নিগম বলেছেন– “যখন কোনও সৃজনশীল ব্যক্তি কোনও নতুন কিছু করার উদ্যোগ নেন, আর সেই উদ্যোগে আমায় শামিল হতে বলেন তখন আমি চুপ করে বসে থাকতে পারি না। তাঁর ডিজাইনগুলি উদ্ভাবনী, আরামদায়ক, পরিধানযোগ্য এবং স্টাইলিং অনবদ্য। নিজেকে অন্যভাবে মেলে ধরতে পেরে খুশি আমি।”

আরও পড়ুনঃ শুরু হয়েছে ‘নির্ভয়া’র শুটিং, টুইট করলেন প্রিয়াঙ্কা স্বয়ং

Sonu Nigan became Brand ambassador | newsfront.co
সোনু নিগম

লেন্সম্যান ভিকি এই লেবেলটি তাঁর পরিবারের মেয়েদের জন্য উত্সর্গ করেছিলেন। তাঁর জীবনের প্রেম, তাঁর বোন বিনু ডি, যিনি তাঁর প্রথম শিক্ষক ছিলেন, তাঁর প্রথম যাদুঘর। এবং তাঁর ভাতিজি রিচা ইদনানী ভট্ট তাকে ডিজাইনে উত্সাহ দেওয়ার জন্য। এই সংগ্রহটি ইনস্টাগ্রামে ভিকি ইদনানির ‘লেবেল’-এর পৃষ্ঠায় দেখা যাবে এবং দুবাইতে কুশল ভট্টের ‘এরকান’-এ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ঋতাভরী অভিনীত ছবি ‘ব্রোকেন ফ্রেমস’-এর ভূয়সী প্রশংসা করলেন হৃত্বিক রোশন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here