শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনে আয়কর দফতর। সে অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। নিজের বক্তব্য টুইটারে একটি বিবৃতির প্রকাশ করে এই অভিযোগের উত্তর দিলেন সোনু।
গত বছর করোনা পরিস্থিতিতে দেশ জোড়া লকডাউনে ভয়াবহ দিন কাটিয়েছেন দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। সে দুর্দিনে যথাসাধ্য গরীব মানুষের পাশে ছিলেন তিনি। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর সংকল্পে তিনি এখনও অনড়। ভবিষ্যতেও একই ভাবে কাজ করে যাবেন তিনি।
“सख्त राहों में भी आसान सफर लगता है,
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है” 💕 pic.twitter.com/0HRhnpf0sY— sonu sood (@SonuSood) September 20, 2021
কয়েক দিন আগে আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, সোনুর স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। যেখান থেকে ১ কোটি ৯০ লক্ষ টাকা সেবামূলক নানা কাজে ব্যবহার করা হয়েছে। বাকি টাকা এখনও পর্যন্ত পড়ে আছে। আয়কর দফতর জানিয়েছিল, নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকেও ২ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন সোনু। যা ভারতীয় আইনে নিষিদ্ধ।
আরও পড়ুনঃ রাশিয়ার বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক হানা, মৃত অন্তত ৮, আহত বহু পড়ুয়া
আয়কর ফাঁকির অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে সোনু লিখেছেন, ‘সব সময় তোমাকে নিজের কথা বলতে হবে না। সময় সব কিছু বলে দেবে। অনেক সময় আমি নানা ব্র্যান্ডকে বলেছি আমার পারিশ্রমিক সেবামূলক কাজে দান করতে। এ ভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। বিগত চার দিন ধরে কয়েক জন অতিথিকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আবার আপানদের সেবায় ফিরে এসেছি। সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকব।‘ বিবৃতির শেষ লাইনে সোনু লিখেছেন, ‘তুমি ভাল করলে, তোমার ভাল হবে। যার শেষ ভাল, তার সব ভাল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584