মনিরুল হক, কোচবিহারঃ
এতদিন ছুরি-কাঁচি ইত্যাদি দিয়ে বহু সময় ব্যয় করে রোগীদের চোখের ছানি অপারেশন করা হত মাথাভাঙা মহকুমা হাসপাতালে। এখন অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসা হয়েছে মাথাভাঙা মহকুমার হাসপাতালে রোগীদের চোখের ছানি অপারেশন করার জন্য। এই যন্ত্রটির নাম হচ্ছে ফেকো।
মাথাভাঙা মহকুমার হাসপাতালে এই প্রথম রোগীর ফেকো মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে, শনিবার মাথাভাঙা মহকুমা হাসপাতালে ফেকো সার্জারির মাধ্যমে রোগীর চোখের ছানির অস্ত্রোপচার করেছেন হাসপাতালে সদ্য নিযুক্ত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়ব্রত বর্মন।
আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও রোগী
মাথাভাঙা মহকুমার হাসপাতালের সুপার ডাক্তার দেবদীপ ঘোষ জানান, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র যা দিয়ে খুব অল্প সময়ে অত্যাধুনিক ভাবে রোগীদের চোখের ছানির অপারেশন করা হয়। এটি বহু মূল্যবান। জেলার মহকুমা হাসপাতাল গুলির মধ্যে এই প্রথম ফেকো সার্জারি শুরু হল মাথাভাঙা মহকুমা হাসপাতালে।”
এই প্রথম মাথাভাঙা মহকুমা হাসপাতালের রোগীদের চোখের ছানি অপারেশনের জন্য এই অত্যাধুনিক যন্ত্র দিয়ে অপারেশন করার ব্যবস্থা চালু হওয়ায় রোগী থেকে ডাক্তারবাবুরা সকলেই খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584