মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবে রূপায়িত হওয়ায় খুশি বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের বাসিন্দারা

0
78

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

leader | newsfront.co
প্রতিকৃতিতে মাল্যদান। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক রেশমি কমল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, ঘাটালের বিধায়ক শংকর দোলুই সহ আরও অনেকে। করোনা পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে সামিল হয়েছিলেন।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে চারা তৈরির প্রশিক্ষণ শিবির ও বীজ বপন কর্মসূচি

minister | newsfront.co
নিজস্ব চিত্র
leaders | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বীরসিংহ গ্রামে রাজ্য প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান চলবে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদ্যাসাগরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে বীরসিংহ এলাকার কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তা তারা বিস্তারিতভাবে বলেন।

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে ডিএসও-র উদ্যোগে বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন

এতদিন বীরসিংহ গ্রাম অবহেলিত হয়ে পড়েছিল। দীর্ঘ ৩৪ বছরে উন্নয়নের কথা কোনদিন মনে করেনি তৎকালীন বাম সরকার। তাই অবহেলিত ছিল বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম । কিন্তু রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালের ২৪ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করে ঘাটালের বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে বীরসিংহ কে উন্নয়ন পর্ষদ হিসেবে ঘোষণা করা হবে।

program | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

ঘাটালের বীরসিংহ গ্রামের সিংহ শিশু বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের আগেই সেই স্বীকৃতি পেল। শুধু তাই নয় পাশাপাশি ঘাটাল ব্লকের বেশ কিছু এলাকা ওই উন্নয়ন পর্ষদের আওতাধীন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল।

birth anniversary celebrated | newsfront.co
নিজস্ব চিত্র

গতবছর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়ন পর্ষদ গঠন করবেন, অবশেষে গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বীরসিংহ উন্নয়ন পর্ষদ হিসাবে স্বীকৃতি পায়। যার ফলে এলাকার সর্বস্তরের মানুষ খুশি। এলাকার বাসিন্দারা বলেন বীরসিংহ আর অবহেলিত থাকবেনা।

আরও পড়ুনঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা জেলাশাসক রেশমি কমল বলেন, সরকারি নির্দেশ মতো পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তিনি বলেন এই এলাকার রাস্তাঘাট পরিকাঠামোর সাথে কর্মসংস্থানের সুযোগ যাতে তৈরি করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিদ্যাসাগরের হাত ধরে পর্যটনশিল্পের উন্নয়ন হবে। ঘাটালের বেশ কিছু এলাকা ওই পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে এতদিন অবহেলিত এলাকা ছিল বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম এখন থেকে সেই বদনাম ঘুঁচতে চলেছে বলে এলাকার বাসিন্দারা জানান।

তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় আগামী দিনে বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ সারাদেশের কাছে তার পরিচয় লাভ করবে। তাই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি বীরসিংহ সহ ঘাটাল মহকুমার সর্বস্তরের বাসিন্দারা। তাই শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here