কেন্দ্র সরকারের নয়া শিক্ষা নীতির সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

soumen mahapatra | newsfront.co
সৌমেন মহাপাত্র, মন্ত্রী। নিজস্ব চিত্র

সোমবার রাতে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেস দলের আভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে এসে বিজেপির নাম না করে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির সমালোচনা করেন অধ্যাপক তথা রাজ্য সরকারের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি জানান “কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতিতে যেন কোন একটা রঙের ছোয়া দেওয়া হচ্ছে , বা কোন একটা বিশেষ দলের আগ্রহ অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ নয়া শিক্ষানীতিতে আপত্তি জানিয়ে বিশেষ ৬ সদস্যের কমিটি গঠন রাজ্যের

যা খুব বিপজ্জনক অধ্যায়।” অন্যদিকে আগামী ৫ই আগস্ট বুধবার বিজেপি লকডাউন মানবে না বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সে বিষয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, উনি লকডাউন মানবেন না বলতেই পারেন। যেহেতু লকডাউনটা রাজ্য সরকার ডেকেছে, উনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন রাজ্যের মানুষকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই বিরোধী রাজনৈতিক দলগুলির উচিত এই লকডাউন মেনে রাজ্য সরকারকে সহযোগিতা করা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here