নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যতে কাজের সুবন্দোবস্ত করার আশ্বাস দিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা এলাকার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুনঃ মৃত অটোচালকের পরিবারের পাশে পুলিশ
বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করেন তিনি। পরিদর্শন করার পর রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী বলেন, ‘বাংলা হল সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন । তাই হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা এক সঙ্গে ওই সেন্টারে রয়েছেন।’ তিনি বলেন, ‘শ্রমিকদের আর ভিন রাজ্যে কাজের জন্য ফিরে যেতে হবে না। তাদের কাজের ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই সেন্টার থেকে ফিরে সুস্থ থাকার পর তারা নিজেদের এলাকায় গিয়ে কাজ করতে পারবেন।’ এদিন তিনি পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলে তাদের অভাব-অভিযোগের কথা শুনেন এবং শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584