ভাইকে দলে টেনে কাঁথি থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে সাফ করার ডাক শুভেন্দুর

0
62

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

এবার পদ্ম ফোটা শুরু হল অধিকারী পরিবারে। শুক্রবারই কাঁথির সভা থেকে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ার সভায় সে কথাই জানিয়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু।

Soumendu Adhikari | newsfront.co
নিজস্ব চিত্র

সম্প্রতি কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারণ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। আর এবার দাদা শুভেন্দুর পথ অনুসরণ করে পদ্মফুল শিবিরে যাচ্ছেন সৌমেন্দু।
শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই নন্দীগ্রামের সোনাচূড়ায় সভা করেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নন্দীগ্রাম টাউন ক্লাবের বজরঙবলী পুজো অনুষ্ঠানে যাওয়ার পথে শুভেন্দুর অনুগামীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেদিন জখম হওয়া তাঁর অনুগামীদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাঁদের পাশে দাঁড়াতেই এদিন সকালে সোনাচূড়ার এই সভার আয়োজন বলে জানান শুভেন্দু।

আরও পড়ুনঃ মঞ্চে উঠে কেঁদে ফেললেন! পদ্ম পতাকা না ধরেই সভামঞ্চ ছাড়লেন তৃণমূল নেতা

এদিনের সভায় শুভেন্দু ঘোষণা করেন, ‘‌আমি এখান থেকে কাঁথির সভায় যাব। কাঁথিতে তৃণমূলটাকে ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে। ১০ বছরের প্রাক্তন চেয়ারম্যান আমার ছোট ভাই সৌমেন্দুসহ ১৫–১৬ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেবে আজ। সঙ্গে থাকবে আরও ৫ হাজার মানুষ।’‌

আরও পড়ুনঃ নতুন বছরে উপহার ! ট্রামে মিলবে ফ্রি ওয়াই-ফাই

আসন্ন বিধানসভা নির্বাচনে কাঁথিতে তৃণমূলের খুব খারাপ পরিণতি হবে বলে দাবি করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‌গত লোকসভা ভোটে কাঁথি দক্ষিণে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য ছিল ১৯ হাজার। আজ যদি তৃণমূল থেকে ৫ হাজার জন বিজেপিতে যোগ দেয়, আর তাঁদের বাড়িতে যদি ৪ জন করে ভোটার থাকে, তবে ২০ হাজার লোক। তা হলে আজকেই ২০ হাজার ভোট কমে গেল তৃণমূলের।’

আরও পড়ুনঃ স্লোগান, দাবি আদায়ের শপথেই বর্ষবরণ আন্দোলনরত কৃষকদের

তবে শুভেন্দু অধিকারী তার সমস্ত মন্ত্রীর পদত্যাগ করে বিজেপিতে যোগদান করার পর ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জেলার জমি শক্ত হতে শুরু করেছে গেরুয়া শিবিরের এবং নেতৃত্বের ভাঙ্গনে অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছে জেলা তৃণমূল থেকে শুরু করে রাজ্য তৃণমূল। এটাই মনে করছে রাজনৈতিক মহলের বিশ্লেষণ কারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here