নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ডোমকল পুরসভার পুরপ্রধান থেকে পদত্যাগ করতে চলেছেন যুব তৃণমূল নেতা সৌমিক হোসেন।
জানা যায়, আজ কলকাতার তৃণমূল ভবনে পুরসভা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল পর্যবেক্ষক তথা রাজ্যর পরিবহন এবং সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।সেই সভায় উপস্থিত ছিলেন ডোমকল পুরসভার সকল কাউন্সিলররা।সেই সভাতেই পুরপতি সৌমিক হোসেন আগামী ২৩ জুলাই ইস্তফা দেবেন বলে স্থির হয়।
প্রসঙ্গত উল্লেখ্য,গত ১ জুলাই ডোমকল পুরসভার ১৩ জন কাউন্সিলর পুরপিতা সৌমিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।তার আর্থিক দূর্নীতি স্বজন পোষন সহ বিভিন্ন অভিযোগ করেন সৌমিকের বিরুদ্ধে।
ডোমকল পুরসভার পুরপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর দুবছরের মাথায় পুরপ্রধান সৌমিক হোসেনের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব। ২০১৭ সালের ২৬ মে নবগঠিত ডোমকল পুরসভার প্রথম পুরপ্রধান হিসেবে শপথ নেন তৃনমুল কংগ্রেসের রাজ্য যুব সাধারণ সম্পাদক সৌমিক হোসেন। তিনি যেমন একদিকে প্রাক্তন জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি মান্নান হোসেনের পুত্র, অন্যদিকে তেমনি যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ বলে মত সকলের।
আরও পড়ুনঃ বিজেপির দাবি,খতিয়ে দেখার আশ্বাস প্রধানের
ডোমকল পুরসভার উপ পুরপ্রধান প্রদীপ চাকি ওরফে কার্তিক চাকির নেতৃত্বে ২১ কাউন্সিলরের মধ্যে তেরোজন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দেন।
অবশেষে সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত।কিন্তু কে হবেন পরবর্তী পুরপ্রধান বড় প্রশ্ন এখন সেটাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584