রানিনগরের সভায় বিজেপিকে তোপ সৌমিকের

0
47

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রানিনগরের সভা থেকে বিজেপিকে তোপ দাগলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিক হোসেন।

আজ রানিনগর বিধান সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশে সাংবাদিক সম্মেলন করেন সৌমিক হোসেন। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন কোনো লক ডাউন মানা হবে না।

soumik | newsfront.co
নিজস্ব চিত্র

কেন্দ্র কেনো সাহায্য করবে না। আর মানুষকে সব সময় ভুল বুঝাতে ব্যস্ত। মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো দূরের কথা, শুধু মুখে বড়ো বড়ো কথা।’

কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকেও এদিন এক হাত নেন সৌমিক হোসেন। তিনি বলেন, ‘যদি লক ডাউন শুরুর আগে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালাতেন, তাহলে পরিযায়ী শ্রমিকদের এতো কষ্টের মধ্য পড়তে হত না।’ অভিযোগের সুরে তিনি জানান, কেন্দ্রীয় সরকার সাহায্য করব বলছেন মুখে। কিন্তু কোনো অর্থ পাঠাচ্ছেন না কেন্দ্র সরকার।’

আরও পড়ুনঃ পিএসসির ফলাফলে রাজ্যের তফশিলি জাতি- উপজাতিদের বঞ্চিত করার অভিযোগ

বিজেপির সঙ্গে সঙ্গে এদিন লোকসভার সাংসদ ও বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও এক হাত নেন তিনি। এদিন তিনি জানান, জেলাতে না এসে দিল্লির এসি রুমে বসে শুধু বড়ো বড়ো কথা বলেছেন। কাজের কাজ কিছু করেন নি।

সৌমিক হোসেন বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদেরকেও দাড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। লক ডাউন শুরু থেকে রাস্তায় নেমে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেশন দুর্নীতিও মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে সামলেছেন। দুর্নীতিগ্রস্ত রেশন দোকানদারদের গ্রেপ্তার ও সাসপেন্ড করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আমপান ঘূর্ণিঝড়ের সময় সারা রাত্রি জেগে নজর রেখেছিলেন, তা রাজ্যের মানুষ দেখেছেন।’

আরও পড়ুনঃ করোনা আবহে রক্তদান শিবির ও মাস্ক বিতরণ

তিনি জানান, ‘রানিনগর বিধানসভায় যে সব পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন, তাদেরকে প্রথমে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর বাড়িতে আলাদা ভাবে বা কোয়ারেন্টাইন সেন্টার থাকার কথা বলা হয়েছে। তাদের আরো বেশি সাহায্য করা কিভাবে, সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি।’

করোনা নিয়ে সাধারণ মানুষকে এদিন সচেতন করেন সৌমিক হোসেন। তিনি বলেন, ‘আপনারা সুস্থ থাকুন। অপরকে সুস্থ রাখুন। সামাজিক দূরত্ব মেনে চলুন।আমরা করোনা ও আমপান যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here