ট্রাকিওস্টোমির পর প্লাজমাফেরেসিস সফল সৌমিত্র চট্টোপাধ্যায়ের, শনিবার দ্বিতীয় দফা

0
78

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

মনের জোর সম্বল করে ৮৫ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
কিছুদিন শারীরিক অবস্থা অবনতি পর এখন একের পর এক অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। প্রথমে তাঁর বেশ কয়েক দফা ডায়ালিসিস করার পর সম্প্রতি সফলভাবে ট্রাকিওস্ট্রমি করা হয়েছে। এরপর শুক্রবার সফলভাবে সম্পন্ন হল তার প্লাজমা ফেরোসিস। শনিবার ফের দ্বিতীয় দফায় তার প্লাসমাফেরেসিস করা হবে বলে জানা গিয়েছে।

soumitra | newsfront.co
ফাইল চিত্র

সাধারণত রোগীর রক্তের উপাদান প্লাজমায় অক্সিজেনের পরিমাণ কমে গেলে রোগীর আচ্ছন্ন ভাব বেড়ে যায়। বেশি বয়স হয়ে গেলে অনেক সময় রক্তের উপাদান দ্রুতগতিতে তৈরি হতে পারে না। সেই সময় পুরনো প্লাজমা কে সরিয়ে নতুন প্লাজমা শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হলে রোগীর সেই আচ্ছন্ন ভাব কেটে যায়। অনেকটা ডায়ালিসিস প্রক্রিয়ার মধ্যে এই প্রক্রিয়াতেও রোগী ফের সতেজ হয়ে ওঠেন। সেই কারণে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

আরও পড়ুনঃ মানুষের মন পড়তে চায় রানিমার বড় খুকি

বেলভিউ ক্লিনিকের চিকিৎসক ডাক্তার অরিন্দম কর জানিয়েছেন, কোনও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। তবে রক্তচাপ কম রয়েছে। তাতে তেমন চিন্তা নেই। ডায়ালিসিস এবং অন্যান্য বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৬ অক্টোবর শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর ১৪ অক্টোবর অভিনেতার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কোভিড এনসেফেলোপ্যাথির কারণে তাঁর স্নায়ুতে প্রভাব পড়ে তখন থেকে আচ্ছন্ন রয়েছেন সৌমিত্র বাবু। এবার পরপর দু’দিনে দুটি বড় অপারেশন – ট্রাকিওস্টমি এবং প্লাজমাফেরেসিস সফল হওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতির আশা করছেন চিকিৎসকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here