ইউরিয়া ক্রিয়েটিনিন মাত্রা কমাতে সৌমিত্রের ডায়ালিসিস চালু করার ভাবনা চিকিৎসকদের

0
88

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শরীরে দুটি কিডনি কাজ বন্ধ করে দেওয়ায় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির ইঙ্গিত আগেই দিয়েছিলেন চিকিৎসকরা। এবার বুধবার দুপুরে সেই কথাই ঘোষণা করলেন সৌমিত্রের মেডিক্যাল বোর্ডের প্রধান ডা: অরিন্দম রায়চৌধুরী।

Soumitra Chatterjee | newsfront.co
সৌমিত্র চট্টোপাধ্যায়

এ দিন তিনি জানান, অভিনেতার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন না হলেও শরীরে ইউরিয়া ও ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। তাই রেনাল ফাংশানের উন্নতির জন্য ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। প্রথম দফায় ২-৩টি এপিসোডের ডায়ালিসিস করা হবে।

এদিন ডা. কর আরও জানান, নতুন করে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কিছুই হয়নি। তবে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১.৫ লিটার ইউরিন হয়েছে। তবে কিডনি কাজ না করায় শরীর থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন না বেরোনোয় আচ্ছন্নভাব কাটছে না। ডায়ালিসিস চালু হলে তা কিছুটা হলেও কাটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত অপরাজিতা

এই মুহূর্তে মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯ থেকে ১০-এর মধ্যে রয়েছে। ফুসফুসের অবস্থাও মোটামুটি স্থিতিশীল। প্রবীণ অভিনেতার অক্সিজেন স্যাচুরেশন ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যেই রয়েছে। ক্যানসারও এখন খুব একটা সমস্যার করছে না। তবে রেনাল ফাংশন ঠিক করাই এখন চ্যালেঞ্জ চিকিৎসকদের।

আরও পড়ুনঃ ফের করোনায় মৃত্যু হল আরও এক পুলিশ ইন্সপেক্টরের

৬ অক্টোবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন তিনি। যদিও তার চিকিৎসার সমস্ত খরচ নিয়েছে রাজ্য সরকার। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও অন্যান্য শারীরিক সমস্যার কারণে শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছে। সেই সমস্ত সংকট কাটানোরই চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here