উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
উৎসবের আবহে মন খারাপ কলকাতার। বেলা দুটো চোদ্দ মিনিটে গলফগ্রিনের বাড়িতে পৌঁছল প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ। সেখানে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় আত্মীয়পরিজন ছাড়াও ছিলেন অভিনেতার পাড়া প্রতিবেশীরা। এক প্রতিবেশী বলেন,’আমরা ওনাকে নিয়ে গর্বিত ছিলাম।
আমাদের সবার সঙ্গেই সখ্যতা ছিল উনার।’ এদিন বেলা ১২টা ১৫ মিনিটে প্রয়াত হন তিনি। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছিল। সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। এদিন তার প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী।
কথা বলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে। এদিন বাড়িতে সৌমিত্রবাবুর দেহ টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশ্যে রওনা হয় দুটো ঊনচল্লিশ মিনিটে।এরপর দুটো আটচল্লিশ নাগাদ দেহ পৌঁছায় টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে আর্টিস্ট ফোরামের সদস্যরা মাল্যদান করেন।
সৌমিত্রবাবু এই সংগঠনের সভাপতি ছিলেন আমৃত্যু। এরপর বিকেল তিনটে ছাব্বিশ নাগাদ রবীন্দ্রসদনে পৌঁছে যায় দেহ। সেখানে অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, আবির মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও অভিনেত্রী পাওলি দাম প্রয়াত অভিনেতার দেহে মাল্যদান করেন।
আরও পড়ুনঃ আজই গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় ফেলুদাকে
চারটে একত্রিশ নাগাদ আসেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই (এমের) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তারাও মাল্যদান করেন। আসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি মরদেহে মাল্যদান করেন। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌমিত্রবাবুর সঙ্গে নিজের ছবি ট্যুইট করেন।
আরও পড়ুনঃ প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়াও করোনা পরিস্থিতির মধ্যে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে প্রিয় অভিনেতাকে একবার দেখে, কেউ বা ফুল বা মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584