চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র! ‘অত্যন্ত সংকটজনক’ বলছেন চিকিৎসকরা

0
187

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা লেখক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। বর্ষীয়ান এই অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। শনিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে। রবিবার সকালে পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে।

Soumitra Chatterjee | newsfront.co
সৌমিত্র চট্টোপাধ্যায়

হাসপাতালের তরফে চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রবাবুর শরীরে স্নায়বিক ক্রিয়াকলাপের অবনতি ঘটেছে, চেতনা অত্যন্ত ক্ষীণ রয়েছে। চিকিৎসায় তেমনভাবে সাড়া মিলছে না।

সৌমিত্রবাবুর দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক দলের এক সদস্য জানিয়েছেন, ‘অভিনেতার শরীরে স্নায়বিক ক্রিয়াকলাপের ক্রমশ অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় এই প্রবণতা আরও বেড়েছে। চেতনা অত্যন্ত ক্ষীণ রয়েছে। তাঁর চিকিৎসায় তেমনভাবে সাড়া মিলছে না। অবস্থা সংকটজনক।’ তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অঙ্গপ্রত্যঙ্গ ভাল করে কাজ করলেও তাঁর রক্তের প্লেটলেট কমে গিয়েছে। রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। ভালো নেই অভিনেতার শারীরিক অবস্থা।

আরও পড়ুনঃ সাংবাদিকদের আইনি হেনস্থার প্রতিবাদ করে মোদীকে চিঠি আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের

ডাঃ অরিন্দম কর বলেছিলেন, ‘গত কয়েক দিনের তুলনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেতনা কিছুটা কম আছে। তাঁর শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে।’

চিকিৎসকরা জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যেয়ের শারীরিক অবস্থা বিবেচনা করে‘কিছু কঠোর সিদ্ধান্ত’ নেওয়ার বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন। এর আগে ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সৌমিত্রবাবুর বয়স এবং কোমর্বিডিটি নিয়েও উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা।

গত ২০দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ফেলুদা। মাঝে শারীরিক অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। গত সপ্তাহে তাঁর করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসে। তবে তাঁর স্নায়বিক অবস্থা নিয়ে উত্কসণ্ঠা ছিল। তারইমধ্যে আবারও উদ্বেগ বেড়েছে। তবে, সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here