শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে স্বস্তির খবর। করোনাকে হারিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার অভিনেতার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন ৮৫ বছর বয়সী এই কিংবদন্তী। গত ৫ অক্টোবর সৌমিত্রবাবুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল।
শেষ পর্যন্ত শুধু মগজাস্ত্র ও মনের জোরের যুগলবন্দিতে জীবনের বাজি জিতে নিলেন ‘ফেলুদা’। করোনা ভাইরাসের সংক্রমণ তো বটেই, একই সঙ্গে অন্যান্য শারীরিক অসুস্থতাও কাবু করার চেষ্টা করেছিল বর্ষীয়ান প্রবাদপ্রতিম এই অভিনেতাকে। যা রীতিমত কপালে ভাঁজ ফেলেছিল চিকিৎসকদেরও। কিন্তু সব চিন্তা দূর করে বুধবার সন্ধ্যায় চোখ খুললেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অগণিত ভক্তদের প্রার্থনাকে সত্যি করে হাসি ফোটালেন সকলের মুখে।
চিকিৎসকরা জানিয়েছেন, মূল বিপদ অনেকটাই পেরিয়ে গিয়েছেন অভিনেতা। হার্টবিট, রক্তচাপ স্বাভাবিক রয়েছে। তবে তাঁর শরীরে সোডিয়ামের মাত্রা খানিকটা বেশি রয়েছে।মঙ্গলবার রাতে ভাল ঘুম হয়েছে সৌমিত্রবাবুর। তাঁর শরীরে পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মাত্রা নিয়ন্ত্রিত রয়েছে।
তিনি স্বাভাবিকভাবেই অক্সিজেন নিচ্ছেন। সব মিলিয়ে গতকালের থেকে তাঁর শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে যাত্রীচাপ বাড়ায় আগামী সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়
ডাক্তাররা আরও জানান, ফুসফুসে সংক্রমণ রয়েছে অভিনেতার, তবে তা সারিয়ে ফেলা সম্ভব। ইনভ্যাসিভ ভেন্টিলেশন দেওয়ার আর প্রয়োজন পড়বে না বলেই মত চিকিৎসকদের। রিপোর্টে যা দেখা যাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৫ শতাংশের বেশি। কাজেই আশা করা যায়, তাঁর শ্বাসের সমস্যা দ্রুত সেরে যাবে।
তবে সৌমিত্রবাবুর সামান্য জ্বর আছে। আশার কথা, ওঁর শরীরে কোভিড সংক্রমণ মাত্রা কমছে। ‘গ্লাসগো কোমা স্কেল’ অনুযায়ী, বুধবার দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সূচক পৌঁছেছে ১০-এ। স্বাভাবিক মান ১৫।
সৌমিত্রের এই সূচক নামতে নামতে চলে গিয়েছিল ৬-এ। ৩ হলে ব্রেন ডেথ ধরা হয়। এই সূচক দেখেই বোঝা যায়, রোগী কতটা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালভাবেই কাজ করছে। সব মিলিয়ে এবার সৌমিত্রের সম্পূর্ণ সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584