নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শুভ জন্মদিন ফেলুদা। বয়স কোনওদিন অন্তরায় হয়ে দাঁড়ায়নি তাঁর কর্মজীবনে। তিনি ছিলেন চিরযুবা, চিরসবুজ এক জীবন্ত স্তম্ভ। ছিলেন বলতেই হয়, কারণ সশরীরে তিনি আজ নেই আমাদের মধ্যে। আছেন আমাদের হৃদয়ে আমাদের মননে।
তাঁর অভিনীত বাংলা ছবির সংখ্যানির্ণয় করা বাতুলতা মাত্র। অসংখ্য ছবিতে নানা রঙের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কখনও অপু কখনও ফেলুদা কখনও বা রোম্যান্টিক নায়ক, কখনও আবার ষড়যন্ত্রকারী কোনও চরিত্র।
সব ভূমিকাতেই তিনি ছিলেন সমান সাবলীল। তাঁর আজ ৮৬ তম জন্মদিন। আর এই জন্মদিনেই মুক্তি পেল তাঁর বায়োপিক ‘অভিযান’-এর টিজার। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। কিংবদন্তি অভিনেতার ব্যক্তিগত এবং অভিনয়জীবনের নানা দিক তুলে ধরা হবে ছবিতে।
আরও পড়ুনঃ ফের বলিউডে শাশ্বত, সঙ্গে কঙ্গনা
বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় সহ যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, রুদ্রনীল ঘোষ, দেবনাথ চ্যাটার্জি সহ আরও অনেকে। ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584